আমাদের কথা খুঁজে নিন

   

আজ রাতেই কসাই কাদের মোল্লার ফাঁসি!!!

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি মানবতাবিরোধী যুদ্ধাপরাধী মিরপুরের কসাই আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ বিষয়ে শুনানি গ্রহণ শেষে দুপুর ১২টার পর এ আদেশ দেন। আইনি জটিলতায় এখন কসাই কাদের মোল্লার সামনে কেবলমাত্র রাষ্ট্রপতি বরাবর ক্ষমা প্রার্থণার সুযোগ রইল। এর আগে কসাই কাদের মোল্লা বলেছিলেন, রাষ্ট্রপতির কাছো তোষ স্বীকার করে তিনি ক্ষমা চাইবেন না। যদি এখনো তিনি সেই সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে আজ রাতেই কসাই কাদের মোল্লার ফাঁসি কার্যকর হবে।

এতোদিন বিএনপি ও জামায়াত জোট বলে এসেছিল যে বিচার প্রক্রিয়া বিতর্কিত, এখন আর সেটি বলার সুযোগ নেই। বরং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অনুপস্থিতি একজন চেম্বার বিচারপতি'র কাছ থেকে কসাই কাদের মোল্লার আইনজীবীরা রিভিউ পিটিশনের নামে ফাঁসি কার্যকর স্থগিত আদেশ এককভাবে বের করেছিলেন। যে কারণে ফাঁসি কার্যকর হতে আবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির চেম্বার বেঞ্চ একত্রে এই রিভিউ আবেদন শুনানী শেষে খারিজ করে দিলেন। এত করে আইনের সকল জটিলতার নিঃস্পন্ন হল। পাশাপাশি কসাই কাদেরের ফাঁসি নিয়ে জামায়াত বিএনপি'র বিতর্ক করার খায়েসের পথও বন্ধ হল।

বাংলাদেশের মাটিতে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সবারই একে একে আইনের সকল জটিলতা শেষে কসাই কাদেরের মত ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। এভাবেই বাংলাদেশ একাত্তরের কলংক মুছে একুশ শতকে নতুন সোনার বাংলা হয়ে উঠবে। এটাই বাংলার সকল সাধারণ মানুষের প্রাণের দাবী। জয় বাংলা। বিপ্লব দীর্ঘজীবী হোক।

ক-তে কাদের মোল্লা...তুই রাজাকার...তুই রাজাকার....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।