আমাদের কথা খুঁজে নিন

   

‘মদ্যপায়ীরা বেশিদিন বাঁচে’

গবেষকরা দেখতে পান, যারা কোনো ধরনের অ্যালকোহল গ্রহণ করেন না তাদের মধ্যে মৃত্যুহার বেশি। তাদের তুলনায় যারা নিয়মিত মদ্যপান করেন তারা বেশিদিন বাঁচেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের একটি দল চার্লস হোলাহানের নেতৃত্বে গবেষণাটি করে। গবেষণায় তারা দেখতে পান, যারা প্রতিদিন এক থেকে তিনটি পানীয় গ্রহণ করেন তাদের মৃত্যুহার কম। গবেষকরা গত ২০ বছরে মদ্যপান ও অন্যান্য কারণে মৃত্যুবরণকারী ১ হাজার ৮শ’ ২৪ জন প্রাপ্তবয়স্কের মৃত্যুর কারণ পর্যালোচনা করেন। তারা দেখতে পান, নিয়মিত পরিমিত মদ্যপানকারীদের তুলনায় যারা মদ্যপান করেন না তাদের মৃত্যুর ঝুঁকি ২ গুণ বেশি। অধিকমাত্রায় যারা মদ্যপান করেন তাদের মৃত্যুঝুঁকি ৭০ শতাংশ এবং যারা পরিমিত মদ্যপানকারী তাদের মৃত্যুঝুঁকি ২৩ শতাংশ। অ্যালকোহলিজম: ক্লিনিক্যাল এন্ড এক্সপেরিমেন্টাল রিসার্চ –এ তাদের গবেষণাটি প্রকাশিত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.