আমাদের কথা খুঁজে নিন

   

মাওলানা ভাসানি স্মরনেঃ ভাতশালিক, অতিথি পাখি ও জনৈক সচেতন দেশপ্রেমিকের সাথে আমার ছোট্ট একটি ইন্টার্ভিউ।

A successful man is one who can lay a firm foundation with the bricks others have thrown at him.

আমিঃ নেলসন ম্যান্ডেলার কথা মনে আছে? জনৈক সচেতন দেশপ্রেমিকঃ হ্যাঁ, কয়েকদিন আগে তো অমুকখানে তাঁর মৃত্যুর শোকসভা থেকে তবারক খেয়ে আসলাম। প্রশ্নঃ চে গুএভেরা...? জনৈক সচেতন দেশপ্রেমিকঃ ঐ মিয়া, মজা নেন? দেখেননা, টি-শার্টে কার ছবি নিয়া ঘুরতাসি! আমিঃ সরি ভাই, ভুল হয়ে গেছে, মাও সে তুং, কার্ল মার্কস ? জনৈক সচেতন দেশপ্রেমিকঃ হাহাহাহা, ভাই আপনি কি মজা নিচ্ছেন? উনাদের সবার জীবনী আমার মুখস্থ। আমিঃ সরি বস, মাইন্ড কইরেন না। এবার তাইলে দেশের একজন কিংবদন্তী নেতা..... জনৈক সচেতন দেশপ্রেমিকঃ শেখ সাহেব নাকি মেজর জিয়া ? আমিঃ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি জনৈক সচেতন দেশপ্রেমিকঃ অ্যাঁ...... আমিঃ চিনেন তো, নাকি? জনৈক সচেতন দেশপ্রেমিকঃ নাম তো শুনসি... কিন্তু... আমিঃ আজ যে উনার জন্মদিন জানেন? জনৈক সচেতন দেশপ্রেমিকঃ অ্যাঁ...... ভাই, আজকে আর সময় নাই। ফিদেল কাস্ত্রোর স্মরণে একটা প্রোগ্রামে যেতে হবে।

এখন উঠি...... আমিঃ বস, উত্তরটা তো দিলেন না... জনৈক সচেতন দেশপ্রেমিকঃ দ্রুতপদে স্থান ত্যাগ। আমি চুপচাপ রাস্তার ওপাড়ের সাজনা গাছটায় তাকালাম। সেখানে এক জোড়া ভাতশালিক, আমি চোখ ফিরিয়ে ঐ দূর আকাশের অতিথি পাখিদের উড়ে যাওয়া দেখতে লাগলাম বিমুগ্ধ হয়ে। পরিশেষেঃ শুভ জন্মদিন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি। হাত জোর করে ক্ষমা চাই, প্লিজ আমাদের এই অকৃতজ্ঞ জাতিকে ক্ষমা করে দিন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।