আমাদের কথা খুঁজে নিন

   

হেল্প: হার্ডডিক্স এর সব দেখা যাচ্ছে কিন্তু কিছুই কপি-পেষ্ট করতে পারছি না। ফরম্যাট দিয়ে রি-ষ্টোর করা ছাড়া কোন উপায় আছে !

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে ।

আসসালামু আলাইকুম। আমার আপুর Portable Transcend Hard Disk (500GB) টা কোন কারন ছাড়াই সমস্যা করছে। কয়েকদিন ধরে এটার কোন ফাইল/ফোল্ডার কপি-পেষ্ট কোনটাই করা যাচ্ছে না। কিন্তু ফাইল ও ফোল্ডার গুলো Show করছে।

সবই ঠিক-ঠাক। আমার Windows 7 এ কানেকশন দিলে একটা পপ আপ মেনু আসে। ওটা রান করালেও কাজ হয় না , ১০% এর মত হয়ে আর আগায় না। হার্ডডিক্সটায় অনেক গুরুপ্তপূর্ণ ফাইল আছে। যা হয়তো কপি করে কোথাও রাখতে পারলে পরে ফরম্যাট দিয়ে রি-ষ্টোর করতে পারতাম।

কিন্তু এই ৫০০ গিগা কোথাও কপি করে রাখার মত জায়গা আমার হার্ডডিক্সে নাই। এছাড়াও হয়তো কোথাও কপি করে না রেখে ফরম্যাট দিলেও পরে সফ্টওয়্যার দিয়ে রি-ষ্টোর করতে পারতাম। তাও আবার অনেক সময় সাপেক্ষ। এটা ছাড়া আর কোন উপায় আছে কি হার্ডডিক্স এর এই প্রবলেম থেকে বাচার। আপনারা কেউ কি এ রকম প্রবলেম ফেস করেছেন কিনা আগে।

কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি ? আপনারা যারা এক্সপার্ট তারা একটু কষ্ট করে পরামর্শ দিন প্লিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.