আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপে সমাধান হবে, আশায় স্পিকার

যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে দেখা করেন। এদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
স্পিকারের সঙ্গে বৈঠকে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্দ্বে উদ্বেগের কথা তুলে ধরেন সাইয়েদা ওয়ারসি।
জবাবে আমি বলেছি, জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া এই সংলাপে দুই দলেরই জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন। এর থেকে সমাধান আসবে বলে আমার আশা,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন শিরীন শারমিন।


নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দ্বন্দ্বে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা দেখা দিলে দুই পক্ষকে সমঝোতায় রাজি করাতে এই সপ্তাহে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্জে-তারানকো।
দুই দলের নেতাদের নিয়ে দুই দফা বৈঠকের পর জাতিসংঘের এই সহকারী মহাসচিব বুধবার ঢাকা ছাড়ার আগে বলেন, এই সংলাপ চলমান থাকলে সমাধান আসবে।   
স্পিকারের সঙ্গে ওয়ারসির বৈঠকে সময় সংসদ সচিব মো. আশরাফুল মকবুল এবং ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসনও ছিলেন।
সাইয়েদা ওয়ারসি শেরে বাংলা নগরে ইসি সচিবালয়ে সিইসির সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেন। তবে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি তিনি।


রাজনৈতিক সংলাপ চললেও তফসিল ঘোষণা করে ভোটের প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন। বিএনপি এই তফসিলে নির্বাচনে অংশ নিচ্ছে না।  
সিইসি অবশ্য বলে রেখেছেন, সমঝোতা হলে ‘সব’ কিছুই করা হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।