আমাদের কথা খুঁজে নিন

   

( গল্পের নাম দিতে পারছি না । কারন মাথায় কোন নাম আসছে না । কেউ চাইলে দিতে পারেন ।)

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি ।



~ মোল্লা সাহেব ঘুমান না কি ? ~ না , ঘুমাই না । ঝিমুনি আসছে । ঘুম আর ঝিমুনির মধ্যে পার্থক্য আছে । ~ কিছুক্ষণ পর তো দীর্ঘ ঘুম দিবেন । আফছস লাগে না ।

~ না লাগে না । জন্মগ্রহন যখন করছি তখন তো মরতেই হবে । আগে আর পরে । আমি আগে যাবো । তুমি পরে যাবে ।

যাবো তো একই যায়গায় । গভীর অন্ধকারে । ~ কথার গুরুত্ব আছে । ~ মৃত্যুর আগে মানুষ গুরুত্বপূর্ণ কথা বলে । এই সময় সে দার্শনিক হয়ে যায় ।

কোন একটা লেখকের কথা । বড় লেখক । নাম মনে নাই । মনে হলে জানাবো । ~ আচ্ছা জানায়েন ।

~ তুমি এখন আসছ কেন ? ~ আপনাকে ধিক্কার জানাইতে । ~ ধিক্কার জানাও । ~ ধিক্কার জানাইলাম । ক' তে কাদের মোল্লা । তুই রাজাকার তুই রাজাকার ।

কাদের মোল্লার মনটা খারাপ হয়ে গেলো । কিছুক্ষণ পর তিনি চিরো বিদায় নিবেন । মানুষ বিদায় নেয়ার সময় আশপাশের মানুষদের চোখে গভীর মমতা দেখতে চায় । ভালোবাসার কিছু কথা শুনতে চায় । তার এই সৌভাগ্য নেই ।

তাকে ধিক্কার জানাতে এসেছে গোলাম রসুল । ছেলেটার বয়স ১৯ বছর । চুরি করার অপরাধে জেল হয়েছে । গত এক বছর যাবত এই ছেলে তার দেখাশোনা করে । তিনি ছেলেটাকে স্নেহ করেন ।

চেহারায় একধরনের সরলতা আছে । তার বড় ছেলের মতন । তার বড় ছেলের নামটা জানি কি । মনে করতে পারছেন না । ~ গোলাম রসুল তুমি কি আমাকে ধিক্কার জানায় আনন্দ পেয়েছো ? ~ জি পেয়েছি ।

~ তোমার কি মনে হয় আমি এই কাজ করেছি ? ~ অবশ্যই করেছেন । প্রমান হয়েছে । এখন আপনার ফাঁসি হবে । বাইরে লোকজন মিষ্টি বিতরণ করছে । আমিও একটা খাবো ।

~ ভালো । মিষ্টি খাওয়া শরীরের জন উপকারি । আমি মিষ্টি খেতে পারি না । আমার ডায়বেটিস । মিষ্টি আমার বড় প্রিয় খাদ্য ।

~ এইটা আপনার শাস্তি । আল্লাহ্‌ পাক দিয়েছেন । ~ গোলাম রসুল তুমি আমার পাশে এসে বস । কিছুক্ষণ গল্প করি । গোলাম রসুল কাদের মোল্লার পাশে গিয়ে বসলো ।

মানুষটা অপরাধী এইটা ঠিক । কিন্তু গত এক বছরে তার সাথে মন্দ ব্যাবহার করে নি । পাশে বসলে ক্ষতি নাই । ~ গোলাম রসুল আমি জানি তুমি আমাকে গভীর ভাবে ঘৃণা করো । এই ঘৃণার কারন অজানা না ।

কিন্তু গোলাম রসুল বিশ্বাস করো আমি এই কাজ করি নাই । আমি আর কসাই কাদের এক লোক না । নাম একই । মানুষ ভিন্ন । ~ সবাই বলে আপনি কসাই কাদের ।

জবাই করে মানুষ মারছেন । গরুর মতন জবাই করছেন । মায়া দয়া ছাড়া । এইটা তো মিথ্যা হতে পারে না । ~ সত্য একজন বল্লেও সত্য দশ জন বল্লেও সত্য ।

হাজার জন মিথ্যা সাক্ষী দিলেও মিথ্যা । সত্য মিথ্যা হল তেল আর পানি । যাই করো মিশে না । ~ আপনার টা মিশলো কি করে । ~ এইটা জানি না ।

আল্লাহ্‌ পাক জানে । আচ্ছা শোন তোমাকে একটা গল্প শোনাই । ~ কি গল্প ? ~ আমার জীবনের গল্প । ~ বলেন । ~ আমি তখন ম্যাট্রিক পাস করেছি ।

দরিদ্র ঘরের সন্তান । আরও পড়ার ইচ্ছা আছে । পকেটে পয়সা কড়ি নাই । এইসময় আমি এক পীর সাহেবের বাড়িতে লজিং থাকতে শুরু করলাম । বাইশ রশি গ্রামের পীর সাহেব ধলামিয়া ।

বড়ই আল্লাহয়ালা লোক ছিলেন । তাকে গত রাতে স্বপ্নে দেখলাম । তিনি আমাকে ডাকলেন । মাথায় হাত বুলায় দিলেন । আমার মনটা আনন্দে ভরে গেলো ।

শোন গোলাম রসুল এই লোক জানে আমি ভালো না খারাপ । আরও অনেক লোক জানে আমি কেমন । তবে এই জানা মূল্যহীন । কারন তুমি বিশ্বাস করো আমি রাজাকার । কসাই কাদের ।

তাই এদের বলা সব জানা কথা তুমি অবিশ্বাস করবে । এইটাই নিয়ম । মানুষ নিয়মে চলে । এই নিয়ম সে নিজেই তৈরি করে । ~ গল্প শেষ ? ~ হুম , গল্প শেষ ।

তুমি এখন যেতে পারো । যাওয়ার আগে চাইলে ধিক্কার দিতে পারো । ক' তে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার । দিলে দাও । আমি কিছু মনে করবো না ।

গোলাম রসুল চলে যায় । যেতে যেতে সে চিৎকার দিতে থাকে । ক' তে কাদের মোল্লা , তুই রাজাকার, তুই রাজাকার । এইবার কাদের মোল্লার আগের মতন মন খারাপ হয় না । থাক , মানুষ তার বিশ্বাস নিয়ে থাক ।

তিনি ও তার বিশ্বাস নিয়ে আছেন । তিনি আর কসাই কাদের এক নয় । এই বিশ্বাস নিয়েই তিনি বিদায় নিতে যাচ্ছেন । বিষাদময় বিদায় । রাত ১১ টা ৫৫ বাজে ।

জেলার সাহেব কাদের মোল্লাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছেন । ১২ টা ১ মিনিটে তাকে ফাঁসি দেয়া হবে । কাদের মোল্লা বেশ স্বাভাবিক ভাবেই হেটে যাচ্ছেন । একটু ঘোর ঘোর লাগছে । বয়েস হয়েছে ।

এখন সব পরিস্কার লাগবে তা তো ঠিক না । কাদের মোল্লার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে । প্রশ্নের উত্তরটা না জেনে মরে যাবেন এইটা কেমন কথা । জেলার সাহেব কে জিজ্ঞেস করলে কেমন হয় । জ্ঞানী মানুষ , উত্তর জানার কথা ।

~ জেলার সাহেব একটা প্রশ্ন করি ? ~ করেন ? ~ আচ্ছা জেলার সাহেব বলেন তো " মানুষ মৃত্যুর আগে দার্শনিকের মতন কথা বলে " এই উক্তিটি কোন লেখকের ? বাংলাদেশের খুবই বড় লেখক । বই মেলায় তার বই খুবই ভালো বিক্রি হয় । নামটা বিস্মরণ হয়েছি। আপনি জানে কি ? জেলার সাহেব উত্তর টা জানেন না । না বলতে তার সঙ্কোচ হচ্ছে ।

কাদের মোল্লা ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।