আমাদের কথা খুঁজে নিন

   

'টেলিভিশন'র অ্যাপসা জয়

'টেলিভিশন'র মুকুটে আরও একটি সফলতার পালক যোগ হলো। এবার জয় করল অস্ট্রেলিয়া। সেখানে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে (অ্যাপসা) ফার্স্ট জুরি গ্র্যান্ড পুরস্কার অর্জন করেছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এই চলচ্চিত্রটি। 

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের পুরস্কারটি গ্রহণ করেন ছবিটির প্রধান অভিনয়শিল্পী তিশা। এ সময় উপস্থিত ছিলেন ছবির চিত্রনাট্যকার আনিসুল হক। টেলিভিশন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘‘টেলিভিশন” ছবির এ ধরনের পুরস্কাপ্রাপ্তির জন্য আমার সহকর্মী, বন্ধুবান্ধব, দর্শক এবং সর্বোপরি বাংলাদেশের মানুষদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

উল্লেখ্য, বিশ্ব চলচ্চিত্রের শতকরা ৫৮ ভাগ ছবি তৈরি হয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোয়। আর এই ছবিগুলো নিয়েই সাত বছর ধরে অস্ট্রেলিয়ায় এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অস্কারের আদলে এই পুরস্কারের জন্য সদস্য রাষ্ট্রগুলো নির্বাচিত ছবি জমা দেয়। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।