আমাদের কথা খুঁজে নিন

   

সব চোখ কারাগারে

বৃহস্পতিবার সন্ধ্যার থেকে জোরদার নিরাপত্তার মধ্যে মঙ্গলবারের আবহ খুঁজে পাওয়া যাচ্ছে, যদিও  রিভিউ আবেদন খারিজের পর দণ্ড কার্যকরে কোনো বাধা না থাকার কথা জানালেও সরকারের পক্ষ থেকে কেউ কোনো ঘোষণা দেননি।
গত মঙ্গলবার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বাড়িতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু মঙ্গলবার রাতের মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলেছিলেন। পরে চেম্বার বিচারপতির এক আদেশে তা আটকে যায়।
রিভিউ আবেদন খারিজের পর সেদিনের মতো বৃহস্পতিবারও আইন উপদেষ্টা শফিক আহমেদের উপস্থিতিতে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এক বৈঠক হয়।   তবে সেদিনের মতো এদিন কোনো কর্মকর্তাই মুখে খোলেননি।


সন্ধ্যা সোয়া ৭টায় কাদের মোল্লার স্বজনরা দেখা করে আসার পর তার আইনজীবীরা দেখা করার আবেদন নিয়ে গিয়েছিলেন কারাকর্তৃপক্ষের কাছে।
তবে তা নাকচ করা হয়েছে বলে কাদের মোল্লার আইনজীবী তাজুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এক জুনিয়র আইনজীবী আজিমুদ্দিন পাটওয়ারি আবেদনটি নিয়ে কারাগারে যান। কিন্তু কারা কর্তৃপক্ষ ওই আবেদন নাকচ করে দিয়ে বলেছে, এখন আর দেখা করা সম্ভব নয়। ”
রাত পৌনে ৯টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‌্যাব-পলিশের তিন শতাধিক সদস্যের অবস্থান ছিল, যা আরো বাড়ছিল।


রাত ৯টার দিকে কারাগারে ঢুকতে দেখা যায় ঢাকার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আব্দুল মালেক মৃধাকে, তার সঙ্গে মনির হোসেন নামে এক মৌলভীকেও ঢুকতে দেখা যায়।
নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে আসামিকে তওবা পড়ানো হয় এবং ফাঁসিতে ঝোলানোর পর পরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক।  
সিভিল সার্জন ও মৌলভীকে নিয়ে ঢুকেছেন ডিআইজি (প্রিজন্স) গোলাম হায়দার, অতিরিক্ত ডিআইজি ইফতেখার আহমেদ ও র‌্যাব-১০ এর অধিনায়ক ইমরান হোসেন।
কারাগারের সামনে অনেক মানুষের উপস্থিতি সন্ধ্যার পর থাকলেও পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে। বন্ধ করে দেয়া হয়েছে নাজিমউদ্দিন রোডে গাড়ি চলাচল।


বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট পড়ে পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি র‌্যাবের ৫০ জন সদস্য সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছেন কারাফটকে।
রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কারগারের সামনে পুলিশের একটি এপিসি (আর্মাড পার্সোনাল ক্যারিয়ার) থাকলেও রাত পৌনে ৯টার দেকে সেখানে পাঁচটি এপিসি দেখা যায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।