আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁসী, খালেদা বেগম ও বর্তমান পরিস্হিতির উপর প্রভাব

ইকোনোমিস্ট

এখন দেখায় বিষয়, খালেদা বেগম এ ফাঁসীর উপর কিভাবে মন্তব্য করে। মন্তব্য যাই করুক না কেন খালেদা বেগমের উপর এ ফাঁসী বিশাল প্রভাব ফেলবে; কারণ 'গ্রেনেড আক্রমণের' বিচার এখনো হয়নি, শেখ হাসিনা ক্ষমতায় যেতে পারলে সেই বিচার সম্পন্ন হবে; এবং তখন বেশ কয়েকজনের ফাঁসী হবে, ও অনেকের জেল হবে। আপাতত কোন কিছু ভয়ংকরভাবে না বদলালে, শেখ হাসিনা ক্ষমতায় চলে যাবে: আজকের ফাঁসী শেখ হাসিনাকে ক্ষমতায় যেতে সাহায্য করবে। গত ২ মাসে, খালেদা বেগম ও শেখ হাসিনার মাঝে কিছু কথাবার্তা হয়েছে বলে মনে হয়; যদিও তাদের ২ জনের মাঝে প্রচুর মিল, তবুও তারা পরস্পরকে পছন্দ করে না। এ ফাঁসী খালেদা বেগমকে কিছু নতুন মেসেজ দেবে: ক্ষমতার ব্যাপারে আপোস নেই এই মহুর্তে। খালেদা বেগমের জন্য এ ফাঁসী বিরাট আঘাত হবে: কারণ, উনি মনের দিক থেকে ১৯৭১ সালে আমাদের বিজয়ে পক্ষে ছিলেন না: তিনি পাকিদের সাথে ক্যানটনমেন্টে থেকে ভুল ধারণার উপর ঘর বেঁধেছিলেন, তিনি ভেবেছিলেন যে, পাকি বঝিনীর সাথে বাংগালীরা পেরে উঠবে না; তাই, রাজাকারদের পক্ষে উনি চলে গেছেন নিজের অজান্তেই। তিনি ভেংগে পড়বেন এখন থেকে, এ ফাঁসীকে ক্যাপিটেল করতে পারবেন না তিনি। শিবির আগামী ২/৪ দিন কিছু আক্রমণ করলেও, শিবির উনাকে ক্ষমতা নেয়ার মতো কিছু করতে পারবে না; সুতরাং খালেদা বেগমের ইতি এখানেই; ক্ষমতার কথা বাদ দিয়ে উনাকে 'গ্রনেড আক্রমনের' বিচার নিয়ে বেশী ভাবতে হবে এখন থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.