আমাদের কথা খুঁজে নিন

   

আজ বাংলাদেশি আইডলের ফিনালে

আজ বাংলাদেশি আইডলের গ্র্যান্ড ফিনালে। জানা যাবে প্রথম বাংলাদেশি আইডলের নাম। আজ রাত ৮টায় জমকালো এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএ টিভি পর্দায়। আয়োজক প্রতিষ্ঠান ডেল্টা বে সূত্রে জানা যায়, গ্র্যান্ড ফিন্যালে উপলক্ষে দারুণ চমক রাখা হয়েছে আয়োজন জুড়ে। যেমন বাংলাদেশি আইডলের সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে প্রখ্যাত সুরকার আলম খান তৈরি করেছেন একটি গান।

'বাংলা গানে বিশ্বজয় আমরা করবই'- এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। বলে রাখা ভালো, টানা তিন বছর পর কোনো গানের সুর করলেন আলম খান। এ ছাড়াও চূড়ান্ত পর্বের বিশেষ চমক হিসেবে আজ আইডল মঞ্চে প্রথমবারের মতো মৌলিক গান গাইবেন সেরা তিন প্রতিযোগী। এই তিনজন প্রতিযোগীর জন্য দেশের স্বনামধন্য তিনজন মিউজিক কম্পোজার ও গীতিকার গান তৈরি করেছেন। এর মধ্যে ফুয়াদ নাসের বাবুর সুরে ও গাজী মাজহারুল আনোয়ারের কথায় গাইবেন মন্টি।

বাপ্পা মজুমদারের সুরে ও শাহান কবন্ধের কথায় গাইবেন মং। আর পার্থ বড়ুয়ার সুরে ও কবীর বকুলের কথায় গাইবেন আরিফ। আয়োজক সূত্রে জানা যায়, আজকের আয়োজনের মূল চমক প্রথম বাংলাদেশি আইডল নির্বাচন হলেও, সেই চমকের আগে আরও বেশ কিছু চমক থাকছে গ্র্যান্ড ফিন্যালের ঝলমলে এই আসরে। এর মধ্যে রয়েছে ঢালিউডের সেরা জুটি শাকিব খান-অপু বিশ্বাসের স্টেজ পারফরম্যান্স।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।