আমাদের কথা খুঁজে নিন

   

নেইমারের হ্যাটট্রিকে উড়ছে বার্সা

বার্সেলোনায় আসার পর মেসির ছায়াতেই ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। মাঝেমধ্যে দুই একটি গোল করলেও আর্জেন্টাইন তারকাকে সহযোগিতা করাই ছিল তার প্রধান কাজ। কিন্তু এবার যেন ছায়া থেকে বেরিয়ে আসলেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সেলটিকের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন। বার্সেলোনার হয়ে নেইমারের এটি প্রথম হ্যাটট্রিক।

মেসিবিহীন ম্যাচে স্কটিশ চ্যাম্পিয়নদের ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে কাতালানরা। আর এই জয়ে গ্রুপ-এইচ থেকে শীর্ষ দল হিসেবেই তারা পরের রাউন্ডে উঠল। ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে সেলটিক যেন পাত্তাই পেল না। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। সাত মিনিটের মধ্যেই সেলটিকের জালে বল জড়িয়ে দেন বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকে।

আক্রমণভাগে তারকা খেলোয়াড়রা থাকার পরও পিকে প্রথম গোল পাওয়ায় যেন খানিকটা লজ্জাই পেয়েছিলেন নেইমার-পেড্রোরা! তাছাড়া গত কয়েক ম্যাচেই পরিষ্কারভাবে চোখে পড়েছে লিওনেল মেসির অনুপস্থিতি। কিন্তু এ ম্যাচে আর তা বুঝতে দেননি জাভিরা। মূলত প্রথম গোলের পরই শুরু হয় নেইমারের পায়ের জাদু। ৩৯ মিনিটে পেড্রোকে দিয়ে দারুণ একটি গোল করান ব্রাজিলিয়ান তারকা। ৪৪ মিনিটে নেইমার নিজেই একটি দারুণ গোল করেন।

তারপর ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতো আগ্রাসীভাবেই শুরু করে কাতালানরা। ৪৮ মিনিটে জাভির সহায়তায় দুর্দান্ত এক শটে নেইমার নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন। দশ মিনিট পরে একক প্রচেষ্টায় বার্সেলোনার পক্ষে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন। খেলার ৭২ মিনিটে ক্রিস্টিয়ান টেলো সেলটিকের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

তবে খেলা শেষ হওয়ার দুই মিনিটি আগে স্কটিশ চ্যাম্পিয়নদের পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল পরিশোধ করেন সামারাস। বার্সেলোনার হয়ে প্রথম হ্যাটট্রিক পূরণ করার পর স্প্যানিশ এক টেলিভিশন চ্যানেলে নেইমার বলেছেন, 'চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিন গোল করতে পেরে আমি সত্যিই আনন্দিত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পুরো দল ভালো খেলেছে। সাম্প্র্রতিক ম্যাচগুলোতে পরাজয়ের পরে আমাদের দলে বড় ধরনের একটা পরিবর্তনের প্রয়োজন ছিল। দুর্দান্ত এই জয়ের মাধ্যমে সেটা আমরা পেয়ে গেছি।

এখন আমরা লা লিগায় মনোনিবেশ করব। ' চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচে ডাচ দল আয়াঙ্রে বিরুদ্ধে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। তারপর লা লিগাতেও পরাজয়ের তিক্ত স্বাদ পায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে ১-০ গোলে পরাজিত হয়। সে কারণেই কিনা নক আউট পর্ব নিশ্চিত করার পরেও সেলটিকের বিপক্ষে কোচ জেরার্ডে মার্টিনো পুরো শক্তির বার্সেলোনাকেই মাঠে নামিয়েছিলেন।

কেননা ম্যাচে হেরে গেলে কাতালানদের আত্দবিশ্বাসেই অনেকটা ভাঙন ধরতো। তাছাড়া ঘরের মাঠে কোনো অঘটন ঘটলে ভক্তরাও অনেক কষ্ট পেতেন। তাই কোনো ঝুঁকি নিতে চাননি কোচ। আর মাঠে নেমে মার্টিনোর শিষ্যরাও তো উড়িয়ে দিল সেলটিককে। একই গ্রুপের অন্য ম্যাচে এসি মিলানের সঙ্গে গোল শূন্য ড্র করেছে আয়াঙ্।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.