আমাদের কথা খুঁজে নিন

   

সমকামী বিয়ে অবৈধ অস্ট্রেলিয়াতেও

সমকামী বিয়ের আইনি বৈধতার প্রশ্নে ভারতের পরে প্রায় একই পথে হাঁটল অস্ট্রেলিয়ার শীর্ষ আদালত। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার হাইকোর্ট রায় দিয়েছে, সমকামী বিয়ে বেআইনি।

সম্প্রতি ‘অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি’ বা এসিটির আইনসভা সমকামী বিয়েতে বৈধতা দিয়ে আইন পাশ করেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার তার বিরোধিতা করে হাইকোর্টে যায়। আর সেই মামলারই রায় শুনিয়েছে অস্ট্রেলীয় হাইকোর্ট।

সমকামী বিয়েকে বেআইনি বলার পাশাপাশি হাইকোর্ট এ-ও বলেছে, বিয়ে সংক্রান্ত আইন নিয়ে যা কিছু পরিবর্তন, তা শুধু অস্ট্রেলীয় পার্লামেন্টই করতে পারে।

হঠাৎ কেন এসিটি'র বিবাহ আইনের বিরোধিতা করল ফেডারেল সরকার? আসলে তাদের মতে, ফেডারেল বিবাহ আইনের সঙ্গে এসিটি'র এই আইন মোটেও সঙ্গতিপূর্ণ নয়। কারণ, অস্ট্রেলিয়ার ফেডারেল আইনে পুরুষ ও নারীর বিবাহ সম্পর্ককেই বৈধতা দেওয়া হয়েছে। কিন্তু অক্টোবরে সমকামী বিয়েকে বৈধ স্বীকৃতি দিয়ে আইন পাশ করে এসিটির আইনসভার নিম্মকক্ষ। আর সেই আইন অনুসারে রাজধানী ক্যানবেরা এবং তৎসংলগ্ন এলাকায়(যা কি না এসিটির অন্তর্ভুক্ত) স্বীকৃতি পায় সমকামী বিয়ে।

ওই আইনের জোরেই গত সপ্তাহ থেকে এ পর্যন্ত অন্তত ২৭ জন সমকামী দম্পতি বিয়ে করেছিলেন। কিন্তু হাইকোর্টের রায়ের পরে বৈধতা হারালেন সেই সব সদ্যবিবাহিত সমকামী দম্পতিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।