আমাদের কথা খুঁজে নিন

   

ক্লার্ক বর্ষসেরা ক্রিকেটার

অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের বৃহস্পতি এখন তুঙ্গে। ঘরের মাঠে মর্যাদার অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তার দল। দুই ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। হাঁকিয়েছেন দুই দুইটি সেঞ্চুরি। পার্থ টেস্টেও দারুণ অবস্থায় অস্ট্রেলিয়া।

তবে কাল সবচেয়ে বড় খুশির খবরটা আইসিসির কাছ থেকে। এবার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন ক্লার্ক। বর্ষসেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, ইংল্যান্ডের জেমস এন্ডারসন ও অ্যালিস্টার কুক, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সবাইকে টপকে সেরা হয়েছেন ক্লার্ক।

ওয়ানডে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। ভারতের তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা পেয়েছেন বর্ষসেরা উদীয়মান তারকার পুরস্কার। বর্ষসেরা টি-২০ পারফর্মার পাকিস্তানের বোলার উমর গুল। বর্ষসেরা টি-২০ মহিলা ক্রিকেটার ইংল্যান্ডের সারা টেলর।

বর্ষসেরা আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড কেটেলব্রো। স্প্রিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। তবে এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের ফরহাদ রেজা।

আইসিসি অ্যাওয়ার্ড

* বর্ষসেরা ক্রিকেটার : মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)।

* বর্ষসেরা টেস্ট ক্রিকেটার : মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)।

* বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার : কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)।

* বর্ষসেরা মহিলা ওয়ানডে ক্রিকেটার : সুজি

বেটস (নিউজিল্যান্ড)।

* বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার : চেতেশ্বর পুজারা (ভারত)।

* বর্ষসেরা এসোসিয়েট ও এফিলিয়েট ক্রিকেটার : কেভিন ও'ব্রায়ান (আয়ারল্যান্ড)

* বর্ষসেরা টি-২০ পারফরমেন্স : উমর গুল (পাকিস্তান), ৩ মার্চ ২০১৩ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোলিং ফিগার ২.২-০-৬-৫।

* বর্ষসেরা টি-২০ মহিলা ক্রিকেটার : সারা টেইলর (ইংল্যান্ড)।

* বর্ষসেরা আম্পায়ার : রিচার্ড কেটেলব্রো (ইংল্যান্ড)। সপ্রিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড- মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)।

* পিপলস চয়েজ অ্যাওয়ার্ড : মহেন্দ্র সিং

ধোনি (ভারত)।

* বর্ষসেরা টেস্ট দল : এলিস্টার কুক (ইংল্যান্ড, অধিনায়ক), চেতেশ্বর পুজারা (ভারত), হাশিম আমলা (দ. আফ্রিকা), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), মাইকেল হাসি (অস্ট্রেলিয়া), এবিডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা), মহেন্দ্র সিং ধোনি (ভারত, উইকেট রক্ষক), গ্রায়াম সোয়ান (ইংল্যান্ড), ডেল স্টেইন (দ. আফ্রিকা), জেমস এন্ডারসন (ইংল্যান্ড), ভারনন ফিলান্ডার (দ. আফ্রিকা)। দ্বাদশ খেলোয়াড়- রবি চন্দন অশ্বিন (ভারত)।

* বর্ষসেরা ওয়ানডে দল : তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা), শিখর ধাওয়ান (ভারত), হাশিম আমলা (দ. আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা), মহেন্দ্র সিং ধোনি (ভারত, অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (ভারত), সাঈদ আজমল (পাকিস্তান), মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জেমস এন্ডারসন (ইংল্যান্ড), ল্যাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)। দ্বাদশ খেলোয়াড়- মিশেল ম্যাকক্লেনাঘান (নিউজিল্যান্ড)।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.