আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২০৭ (সাপ ও সাপুড়ের গল্প)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! ছোটবেলাতে দিদিমার কাছে আমরা গল্প শুনতাম, সাপ ও সাপুড়ের গল্প। প্রায়ই শুনতাম, কাউকে সাপে কামড় দিলে দুই ওঝা ডাকতে নেই, কেননা, এক সাপুড়ে বিষ উপর দিয়ে বের করে আরেকজন নিচ দিয়ে। দুই ওঝা দুই দিক দিয়ে বের করতে গেলে হতভাগা সাপের কামড় খেয়ে সেখানেই অক্কা পাবে। আমরা আবার বড়বেলাতে এসে সাপের গল্প শুনছি আর হাসছি। সম্প্রতি বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে সাপতত্ত্ব দিয়ে উসকে দিয়েছেন।

তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘সাপের ঝাঁপি মাথায় নিয়ে যতই চিত্কার করুন, সাপকে বাঁচাতে পারবেন না। ওঝা মরে সাপের কামড়ে। উনি যে বিষধর সাপগুলোকে বাঁচাতে চাচ্ছেন, তাঁদের হাতেই উনার ভয়াবহ পরিণতি হবে। গণভবনে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মজার ব্যাপার দুই দলের ভিতরে একদল সাপ কিলবিল করে আর তাদের ছোবলে মারা যাচ্ছে আমাদের মতন গোবেচরা মানুষগুলো। তারা কেউ দেখতে পারছেন না। কারন তারা তাদের পৌষ্য সাপ আর তারা সাপুড়ে ও ওঝার যৌথ ভূমিকা পালন করে হত্যা করছেন আমাদের ভিতর বিশ্বজিৎদের। ৪ঠা জানুয়ারী,২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২০৭/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।