আমাদের কথা খুঁজে নিন

   

ঝরে পড়া মহুয়া ফুল



একলা ভীষণ কল্পনাতে ধুসর সময় দুমরে কাঁদে রাত পোহালে মরা নদীর খেয়া পাড়ে ছায়া-ভীরু সূর্যটিকে কেন যে আজ আবছা লাগে , ধুসর সময় অন্ধকারে দুমড়ে কাঁদে আগের মতই । শুধু আমার চোখেই রাত্রি নামায় তোমার অবুঝ উর্বশী চোখ, শুধু আমার মনেই বিষণ্ণতা-নির্জনতা হায় তোমার ওই খুনি হৃদয় এক পলকেই নিঃস্ব করে এক পলকেই হারায় ভিড়ে । সাক্ষী আমার স্তিমিত চোখ তোমার ওঠর রক্তে রাঙ্গা । প্রেম বুঝনা, কষ্ট বুঝ ? তীক্ষ্ণ চোখে-শুভ্র বুকে বিষাক্ত এক সপ্ন বেধে নিরব চোখেই রাত্রি জাগা। শেষ হয়েও শেষ হলনা রক্ত মাখা গোধূলিতে, পদব্রজে ঘুরিফিরি; একলা পথিক, একলা মনের বিষণ্ণতায় লোনা জলে ছবি আকা । শুধু আমার চোখেই রাত্রি নামায় কোন নির্জনতাদীর্ঘশ্বাসে ঝরে পড়া মহুয়া ফুল; শুধু আমার মাঝেই রাত্রি নামায় বিষণ্ণতা-নির্জনতা, আর আকুল হৃদয় সপ্ন হারায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।