আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদের আত্মহত্যা করা উচিত

আওয়ামী লীগের সাথে নির্বাচন করার চেয়ে এরশাদের আত্মহত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

তিনি আজ বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

শাহ মোয়াজ্জেম বলেন, ‘এরশাদ সরকারকে হুমকি দিয়ে বলেছিলেন তাকে গ্রেফতার করা হলে আত্মহত্যা করবেন। ’ ‘এখন আপনাকে (এরশাদ) আত্মহত্যা করতে বাধা দিচ্ছে কে?’ বলে প্রশ্ন করেন শাহ মোয়াজ্জেম।

বুদ্ধিজীবী হত্যার বিষয়ে তিনি বলেন, ‘যারা দেশকে আজ অস্থিতিশীল করছে তারাই বুদ্ধিজীবী হত্যার সাথে সরাসরি জড়িত ছিলেন।

’ বুদ্ধিজীবীদের হত্যার আগে টুপি মাথায় কিছু লোক কার বাসায় মিটিং করেছে তা এদেশের মানুষ জানে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, সরকার ক্ষমতার অপব্যবহার করে গুরুতর অন্যায় করছেন। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির তরুণ নেতৃত্বের নিদের্শনা অনুযায়ী মাঠে নামার পরামর্শ দেন তিনি।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সভাপতি এ্যাড.খন্দকার মাহবুব বলেন, ‘সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে মানুষের বাকস্বাধীনতাকে হরণ করেছে। দেশের মানুষ এখন ধৈর্যে্র শেষ সীমানায় পৌঁছে গেছে।

মানুষ আর ধৈর্য্য ধরবে না, আপনার পতন ঘটবে খুব শিগগিরই। ’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ‘ঢাবি শিক্ষক প্রফেসর ড. মাহবুবুর রহমান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাবির অধ্যাপক মাহবুব উল্লাহ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ প্রমুখ।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।