আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের কোথায় শিখবেন জার্মান ভাষা ?


জার্মানিতে উচ্চশিক্ষার জন্য অন্যতম একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন বিষয় জার্মান ভাষা। ইংরেজি বা জার্মান , আপনি যে মাধ্যমেই স্টাডি করুন না কে আপনার দৈনন্দিন জীবন যাপনের জন্য জার্মান ভাষার প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না। তা ছাড়া পার্ট জব এর জন্য (স্পেশাললি মিনি জব বা অড জব এ) জার্মান ভাষার না জানলে কাজ পাওয়া এর সম্ভবনা নাই বললেই চলে । কোথায় শিখবেন জার্মান ভাষা ? এ প্রশ্ন উত্তর আদনান সাদেক ভাই এর সুন্দর একটা পোস্ট Where should i learn German Language এ আছে । বাংলাদেশ এর নির্ভরশীল কিছু ল্যাঙ্গুয়েজ ইনষ্টিটিউট এর তথ্য নিচে দেয়া হল।

Goethe-Institut Dhaka ভাষা কোর্সঃ Intensive o Extensive এ দু ধরনের কোর্স চালু আছে এখানে। Intensive কোর্স ১০ সপ্তাহব্যাপী , সপ্তাহে ৪ দিন ৪৫ মিনিট করে মোট ১৫০ ঘন্টার এ কোর্স বছরে 4 বার অফার করা হয়। জানুয়ারী -মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর, অক্টোবর -ডিসেম্বর কোর্স এর টার্ম। Extensive কোর্স ১০ সপ্তাহব্যাপী , সপ্তাহে ২ দিন ৪৫ মিনিট করে মোট ১৫০ ঘন্টার এ কোর্স ও বছরে 4 বার অফার করা হয়। জানুয়ারী -মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর, অক্টোবর -ডিসেম্বর কোর্স এর টার্ম।

ভতি এবং কোর্স ফি সংক্রান্ত তথ্যঃ এ সম্পর্কে বিস্তারিত পাবেন এখানে বিস্তারিত তথ্যের জানতে যোগাযোগ করুন Sharif Hossain Goethe-Institut Dhaka House 10, Road 9 (new) Dhanmondi R/A, Dhaka 1205 Tel: +880 2 9126525 Fax:+880 2 8110712 House No. 10, Road No. 9 (new) ডী স্প্রাখে ২০০৭ সালের মাঝামাঝিতে চট্টগ্রামে এই প্রতিষ্ঠানটি স্হাপিত হয়। বাংলাদেশেতো বটেই, সম্ভবতঃ এই উপমহাদেশেও এটাই ব্যক্তিগত উদ্যেগে স্হাপিত প্রথম জামার্ন ভাষা শিক্ষা কেন্দ্র, যেখানে বিশ্বমানের জামার্ন ভাষা কোর্স অফার করা হয়। Goethe Institute Bangladesh, German Cultural Centre এর প্রত্যক্ষ সহযোগিতায় ২০০৭ সালের জুলাই মাসে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে ডী স্প্রাখের যাত্রা শুরু হয়। শুরুতে ডী স্প্রাখের নিজস্ব কোন অফিস না থাকায় আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে জামার্ন ভাষা কোর্সের কাযর্ক্রম শুরু হয়। ২০১০ সালের নভেম্বরের শেষ দিক থেকে ডী স্প্রাখে ২১৬ জামাল খান রোডের বতর্মান অফিস থেকে তার কাযর্ক্রম পরিচালনা করছে।

ভাষা কোর্সঃ জার্মান ভাষা কোর্স এর 6টি ধাপ। যথাক্রমে সর্বপ্রথম ধাপ A1 এরপর যথাক্রমে A2, B1,B2,C1 এবং সর্বশেষ C2 ছাত্রছাত্রীদের সর্বনিম্ন A1 থেকে র্সবোচ্চ C2 পর্যন্ত কোর্স করার সুযোগ রয়েছে এখানে। এর একটা লেভেল এর মেয়াদ 3 মাস। কোর্স এর সময়সূচীঃ বছরে 4 বার কোর্স অফার করা হয় জানুয়ারী -মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর, অক্টোবর -ডিসেম্বর। জানুয়ারী,এপ্রিল ,জুলাই এবং অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ক্লাস শুরু হয়।

ক্লাস শুরু এর 3 সপ্তাহ আগে থেকে র্ভতি কার্যক্রম শুরু হয়। সন্ধ্যাকালীন এবং সাপ্তাহিক বন্ধের দিনে এ দু ‘ধরনের কোর্স চালু আছে। ভতি এবং ক্লাস সংক্রান্ত তথ্যঃ সন্ধ্যাকালীন কোর্স: রবি, মঙ্গল, বৃহস্পতি: সন্ধ্যা 6টা থেকে 9টা, ক্লাস শুরু : সন্ধ্যা 6টা থেকে রাত 9টা ক্লাস শুরু 10ই জানুয়ারী সাপ্তাহিক বন্ধের দিনে কোর্স: শুক্র, শনি, : সকাল 8টা থেকে দুপুর 12টা, ক্লাস শুরু : দুপুর 12.30 থেকে দুপুর 2.00টা ক্লাস শুরু 11ই জানুয়ারী র্ভতির সময় আনতে হবে 1.সম্পূর্ণ কোর্স ফি । 2. 1 কপি পার্স পোর্ট সাইজের ছবি। 3. জন্ম তারিখ সম্বলিত যে কোন রায় পরিচয়পত্র।

৪ হাজারের ও অধিক মেম্বার সম্বলিত এ গ্রুপের লক্ষ হচ্ছে জার্মানিতে বসবাসরত বাংলাদেশি স্টুডেন্ট ও জার্মানিতে পড়তে আগ্রহি স্টুডেন্টদেরকে জার্মান ভাষা শেখায় সাহায্য করা ও একটা অনলাইন বেইজড স্টাডিগ্রুপ তৈরি ক বিস্তারিত তথ্যের জানতে যোগাযোগ করুন ডী স্প্রাখে, ২১৬ জামালখান রোড, ৫ম তলা, চেরাগী পাহাড়ের কাছে,চট্টগ্রাম মুঠোফোনঃ +88-01715241720 e-mail: INSTITUTE OF MODERN LANGUAGES[Dhaka University] ঢাকা ইউনিভার্সিটি এর INSTITUTE OF MODERN LANGUAGES এ ও ১ বছর মেয়াদী Junior Certificate Language Courses চালু আছে। Junior Certificate Language Courses at IML, DU Institute of Modern Language (IML) under Dhaka University (DU) offers Arabic, Chinese, Farsi, German, Italy, Japanese Russian, Spanish, Korean, Turkey, Bangla(for foreigners)& English(for DU students) short courses.The duration is 120-125 hours (1 year) for these courses. Classes will be held 2/3 days in a week. Minimum HSC/Equivalent passed students are eligible to apply. Admission hours from 10:00 am to 01:00 pm (Saturday to Thursday). For detail information students can see the Institute’s notice board. বিস্তারিত তথ্যের জানতে যোগাযোগ করুন INSTITUTE OF MODERN LANGUAGES[Dhaka University] Address: Institute of Modern Language, University of Dhaka, Dhaka 1000 Phone: 880-2-9661900-ext (8520/8521/8530) Fax: 880-2-8615583 Email: website: Click This Link সুসংবাদ হচ্ছে আপনি এখন ইচ্ছা করলে বাসায় বসেই অনলাইনে আমাদের সাথে জার্মান ভাষা শিখতে পারেন । ৪ হাজারের ও অধিক মেম্বার সম্বলিত এ গ্রুপের লক্ষ হচ্ছে জার্মানিতে বসবাসরত বাংলাদেশি স্টুডেন্ট ও জার্মানিতে পড়তে আগ্রহি স্টুডেন্টদেরকে জার্মান ভাষা শেখায় সাহায্য করা ও একটা অনলাইন বেইজড স্টাডিগ্রুপ তৈরি করা। জার্মান ভাষা এর বেসিক জিনিসগুলু প্রতি দিন আপনাদের জন্য পোস্ট করা হচ্ছে গ্রুপ এ। উচ্চারন এর সুবিধার্থে বাংলায় উচ্চারন ও বুঝার জন্য বাংলা অর্থ ও ছবি দেয়া হয় প্রায় প্রতিটি পোস্ট এ।

ইউটিউব এর ভিডিও লিংক ও দেয়া হয় যাতে করে জার্মান নেটিভ স্পিকারদের কাছ থেকে উচ্চারন শুনে আরো ভাল ভাবে বিষয়টি বুঝতে পারেন। আরো জানতে দেখুন Learn German Language (only for Bangladeshi Students in Germany ) গ্রুপে .
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.