আমাদের কথা খুঁজে নিন

   

!!!!!! এই হল আওয়ামীলিগের “ভিশন ২০২১” !!!!!!!



বর্তমান রাজনীতির ভবিষ্যৎ নিয়ে ভাবনার কোন কারন আছে বলে আমার মনে হয়না, কারন আওয়ামীলিগ তো অনেকই তাদের রাজনীতিক পরিকল্পর কথা বলেছে “ভিশন ২০২১”। এখন “ভিশন ২০২১” র একটু ব্যাখ্যা করি। ২০১৪ থেকে ২০২১ তো ৭ বছর। বাংলাদেশর কোন সরকারের মেয়াদ তো ৭ বছর হবার কথা না। তাই আওয়ামীলিগ কিভাবে “ভিশন ২০২১” সফল করবে ? একদম সহজ উত্তর । বর্তমান সরকার আরও ২ বছর যেভাবেই হোক সরকারে থাকবে। তাঁর মানে একদলীয় ও সেনা সমর্থনের মাধ্যমে আগামী নির্বাচন হবে এবং সরকার আরও ২ বছর যেভাবেই হোক সরকারে থাকবে এবং ২০১৬ আবার নির্বাচন হবে যেখানে আওয়ামীলিগ আবার জয় লাভ করবে কিন্ত বিরোধী দলের সমর্থ থাকবেনা নির্বাচনে জেতার মত। এই হল আওয়ামীলিগের “ভিশন ২০২১”।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।