আমাদের কথা খুঁজে নিন

   

আগামী ১৭ ডিসেম্বর 'পদ্মহেম ধামের সাধু সঙ্গ'

আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন সাঁই স্মরণে 'পদ্মহেম ধামের সাধু সঙ্গ'। প্রতি বছর দুদিন ব্যাপী এ সাধু সঙ্গ হলেও দেশের বর্তমান পরিস্থিতির কারণে এ বছর একদিনই অনুষ্ঠিত হবে এ সাধু সঙ্গ।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবারের সঙ্গ অনুষ্ঠিত হবে।

সারা দেশের হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করে থাকেন। কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাধু গুরুরা এবারের সাধু সঙ্গে অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানানো হয়।

উল্লেখ্য, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার টেকেরহাটে পদ্ম হেম ধামের উদ্যোগে ২০০৫ সাল থেকে এ সাধু সঙ্গ অনুষ্ঠিত হয়ে আসছে। এতে প্রতি বছর দেশ বিদেশের সাধু গুরুরা অংশগ্রহণ করেন এবং লালন ভক্তদের লালনের দর্শন, পদ ও বাণী পরিবেশন করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।