আমাদের কথা খুঁজে নিন

   

ফের এরশাদে মিলবেন জাফর?

রোববার রাজধানীর গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করে কাজী জাফর বলেন, আগামী ২০ ডিসেম্বর পার্টির কাউন্সিল ডাকা হয়েছে। দলের প্রায় ৩০ জন প্রেসিডিয়াম সদস্য তার সঙ্গে আছেন।
এরশাদের সঙ্গে আবার ঐক্য সম্ভব কিনা- এমন প্রশ্নে তার এক সময়ের প্রধানমন্ত্রী কাজী জাফর বলেন, “কাউন্সিলে তার সঙ্গে ঐক্য হওয়ার বিষয়ে আলোচনা হবে। তবে ঐক্য না হওয়ার সম্ভাবনা বেশি।
জাতীয় পার্টি মহাজোট থেকে বেরিয়া এসে আবার নির্বাচনকালীন সরকারে যোগ দেয়ায় চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরের দূরত্ব প্রকাশ্য হয়।


তিনি প্রকাশ্যে কয়েক দফা চেয়ারম্যানের সিদ্ধান্তের সমালোচনা করলে গত ২৮ নভেম্বর কাজী জাফরকে বহিষ্কারের ঘোষণা দেন এরশাদ। পরে কাজী জাফরও কাউন্সিল  ডেকে এরশাদকে পাল্টা ‘বহিষ্কারের’ ঘোষণা দেন।
অবশ্য পরে এক নাটকীয় ঘোষণায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এরশাদ। সরকার থেকে দলের মন্ত্রীদের তিনি পদত্যাগও করতে বলে।
এ নিয়ে জাতীয় পার্টির মধ্যে নতুন মেরুকরণ তৈরি হয় এবং সর্বশেষ ১২ ডিসেম্বর রাতে এরশাদকে র‌্যাবের পাহারায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।


এরশাদ নিজে, তার ভাই জিএম কাদের এবং মহাসচিব রুহুল আমি হাওলাদার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও তার চেয়ারম্যানের স্ত্রী রওশন এরশাদসহ দলের ১৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।    
কাজী জাফর বলেন, জাতীয় পার্টিতে এখন ‘দুটি’ ভাগ। এক দিকের নেতৃত্ব দিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। আরেক দিকে রয়েছেন তার স্ত্রী রওশন এরশাদ।
“এদের মধ্যে কী নিয়ে দ্বন্দ্ব তা বলতে পারব না।

বিষয়টি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আমি আশা করি, তারা বর্তমানে যে অবস্থানে আছেন ভবিষ্যতেও সেই অবস্থানে থাকবেন। তবে এরশাদ সাহেবের পক্ষে কিছুই অসম্ভব নয়। ”
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ‘অগণতান্ত্রিক শক্তি অসাংবিধানিক পথে’ ক্ষমতা দখল করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন কাজী জাফর।
তিনি বলেন, “পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। ”
সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের তফসিল স্থগিত ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি সবদলকে নিয়ে বসে একটি সমাধানের পথ খুঁজতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।