আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়

আকাশের আঁধারে নিশ্চুপ কেউ একজন......

একজন মা। চোখে দেখেন না, ঝাপসা দেখেন। একাত্তরে এক যুদ্ধের রাতে ছেলে দেখা করতে এসেছিল মায়ের সাথে। আদর করে ছেলের পছন্দের পুঁটি মাছের ঝোল দিয়ে ভাত খেতে দিয়েছিলেন মা। কিন্তু খাওয়া হয়নি ছেলের। রাজাকার বাহিনী টের পেয়ে তার ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল। ধরে নিয়ে যাবার সময় ছেলে চিৎকার করে বলেছিল, "মা! আমার জন্য নামাজে দোয়া কোরো, যাতে পরকালে তোমার সাথে আবার দেখা হয়!" আর অভাগী মা চিৎকার করে বলেছিলেন, "বাবারে, ওরা যত কষ্টই দিক, কারো নাম বলবি না! এটা তোর মায়ের আদেশ!" আজ ৪২ বছর পেরিয়ে গেছে। ছেলে আর ফিরে আসেনি। হঠাৎ মায়ের সাদাকালো ঘোলাটে ওই চোখে কি যেন ধরা পড়ে, লাল আর সবুজের মিশ্রণ! ঘোলাটে চোখে মা ভালো করে চেয়ে দেখেন পতাকা, স্বাধীন বাংলার পতাকা! তার হাত মুঠি বদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে উপরে ওঠে। ক্ষীণ কম্পিত গলায় ধ্বনিত হয় - "জয় বাংলা! জয় বাংলা!" সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.