আমাদের কথা খুঁজে নিন

   

রেডি-মেড সাইনবোর্ড

১>>>>>> আমার এক কাজিন এবার চুয়েট-এ ইইই-তে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার কিছু দিন পরের কথা- ওর মায়ের সাথে আমার মায়ের এক বিয়ের অনুষ্ঠানে দেখা হল। নানান কথা শেষ করে যখন ভার্সিটিতে ভর্তির প্রসঙ্গ এল, তখন ওর মা বল্লো-" ওর তো বুয়েটে পড়ার ইচ্ছা ছিল! কিন্তু বুয়েটে চান্স না পাওয়াতে চুয়েটে ভর্তি করিয়েছি!" এসব কথা শুনলে আমার রাগে গা জ্বলে যায়। কেন? চুয়েটে কি ওকে ফ্রি-ফ্রি ভর্তি করিয়েছে। ওখানে কি ও মেধা তালিকায় আসেনি? বুয়েটের মাল ছাড়া বাকি মাল গুলো কি রিজেক্টেড? কয়টা বুয়েটের মাল দেশকে প্রতিদান দেয়? ব্যাপারটা এমনঃ "হও তো বুয়েটী, না হলে বুয়া!" এসব হুজুগে চাল-চলনের অর্থ হল, মানুষ এখন পেশা-কে সম্মান করে না, জ্ঞানকে লালন করে না! ওরা ছুটে রেডি-মেড সাইনবোর্ডের পিছনে! প্রকৃত জ্ঞানান্বেষী হলে বলতো, "সে ইঞ্জিনিয়ার হতে চায়!" আবার দেখা যায়, বুয়েট থেকে পাশ করে "বুয়েট" সাইনবোর্ড নিয়ে অন্য পেশায় ঠেসে ঢুকে যাচ্ছে! ২>>>>>> আমার আরেক কাজিনকে দুই বছর আগে (ও তখন ক্লাস এইটে পড়ে) প্রশ্ন করেছিলামঃ "বড় হলে কি হবে?" আমাদের অন্য দুই কাজিন তখন আমাদের ক্লোজ কাজিনকুলে বুয়েটে পড়া ওয়ান-এন্ড-অনলি! বড়-রা যেমন ওদের ফ্যানাটিক প্রশংসাকারী (যাদের কেউ জানেই না এফ-আর-খান কে), বড়দের দেখাদেখি ছোটরাও (যাদের কেউই জানে না, তাদের স্বয়ংক্রিয় খেলনাগুলোর ভিতরের যন্ত্রগুলো ইঞ্জিনিয়ারদের হাতে গড়া) তেমনি বুয়েটের আপুদ্বয়কেই দুনিয়ার সেরা মেধা মনে করত। আমার প্রশ্নের উত্তরে ঐ ক্লাস এইট-পড়ুয়া মেয়ে বলেছিলঃ "আমি বুয়েট ইঞ্জিনিয়ার হব!" আমাদের রাজনীতি যেমন হয়ে গেছে "অর্থ আর ক্ষমতার রাজনীতি", তেমনি আমাদের শিক্ষাক্ষেত্র-ও হয়ে গেছে "সাইনবোর্ডের শিক্ষাক্ষেত্র"! আমাদের দেশের অনেক স্তরের বৈষম্যের মত উচ্চ-শিক্ষার ক্ষেত্রেও অনেক বৈষম্য আছে। উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। ব্যাঙ্গের ছাতার মত ভার্সিটি (ব্যাবসা-প্রতিষ্ঠান) তাহলে কেন খুলা হল, দেশে একশটা বুয়েটের ব্রাঞ্চ খুললেই হত! ৩>>>>> বেশীর ভাগ প্রাইভেট ভার্সিটিই পাব্লিক ভার্সিটির সদ্য পাস করা গ্র্যাজুয়েট-দের "রেডিমেড ইন্টার্নি স্পট" অথবা বলা যায় "ইজি এক্সপেরিয়েন্স-গ্যাদারিং সেন্টার"। এর সাথে প্রাইভেট ভার্সিটিগুলো পাব্লিক ভার্সিটির শিক্ষক ও এক্স-শিক্ষকদের জন্য "উন্মুক্ত রত্নভান্ডার!"; তারা নামের পাশে ঝোলান পাব্লিক ভার্সিটির নাম, আর টাকা কামাই করেন প্রাইভেট ভার্সিটিগুলো থেকে! মন্ত্রী-আমলা-ব্যাবসায়ীদের জন্য দেশে এখন লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটি হল "বিশ্ববিদ্যালয় স্থাপনা"! ৪>>>>> চট্টগ্রামের একটি প্রাইভেট ভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি পরীক্ষার দুটি প্রশ্ন দেখুনঃ ১) সোডিয়ামের সংকেত কি? ২) আমাদের শ্বাস-প্রশ্বাসের সাথে সম্পর্কিত গ্যাসদুটোর নাম কি? এই না হলে "উচ্চ-শিক্ষা"!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।