আমাদের কথা খুঁজে নিন

   

চাচা, বিজয় দিবস, ২১ এ ডিসেম্বর, এক নিশ্বাসের গল্প আর--------আর একটু উহহহ ফকিন্নি

তুই পাগল তোর মনও পাগল; পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। https://www.facebook.com/Intuitiv3.Shubho

সেভেনে পড়ি তখন, আমরা ৬ জন চাচাত, ফুফাত ভাই বোন বসে গল্প শুনিছিলাম মুক্তিযুদ্ধের গল্প। নানায় মানা করার পর কি করলা মামা? মজিদ যুদ্ধে যাবে এটা সবাই জানত, মজিদরে চিনস না? ঐ যে মেলা হয় না? তার বামে----- চিনি চিনি চিনি সবাই বলল, আসলে কেও চেনে না, আমাদের অপেক্ষা রনাঙ্গনের ঘটনা শোনার তো মজিদ আমার সিনিয়র কিন্তু এক ক্লাসেই পড়তাম তাই তুই তুকারি হইত, ও ছিল একটু মাস্তান টাইপের, কিন্তু আমার সাথে খাতির, আমি ওরে পরীক্ষায় হেল্প করতাম তারপর তারপর?? আমি বললাম আমি যামুই, ও আমারে বলল যদি আমারে তগো রেডিও দেস তাইলে তরে নিয়া যামু রেডিও থাকত মেঝদার ঘরে আর মেঝদা অনেক আগেই যুদ্ধে গেছে, আমি রেডিও নিয়ে পালিয়ে গেলাম কাউকে বলেন নাই কাকা? তোর আব্বু জানত আব্বু পরে বলে দিছে? পরের খবর জানি না, শোন শুভ, তুই চুপ করে বয়, নো মোর টক। কাজিনের কাছে ঝাড়ি খেয়ে চুপ মেরে গেলাম, নাইনে উঠছে তাই কি ভাবুনী! মনে মনে বললাম দিয়া, ঘিয়া তুই কার প্রিয়া, দিমু তোর বিয়া দিয়াঃ তারপর মামা? আমিঃ চুপ করে বয় দিয়া নো মোর টক (মনে মনে) ৮ দিনের দিন ইন্ডিয়ায় ঢুকলাম, আমরা গেছিলাম-----(বেচারা এত আগ্রহ নিয়ে শোনাচ্ছে কিন্তু ঐযে আমরা আছি গোলাগুলি নিয়ে) রিদুঃ মামা তারপর কি ট্রেনিং নিছ? না আমিঃ তাহলে? ওরা আমাকে নিলো না দিয়াঃ কেন? নেয়নি কেন? দে শুড সে সরি ফর দিস আমিঃ ফকিন্নি চুপ কর তারা সরি বলবে? চশমা পরিস বলে নিজের কি ভাবিস? বলদির বলদি (মনে মনে ) শোন শোন তবু আমি ওদের সাথেই থাকতাম, পরে আমাকে নিল আমরা সবাই একসাথঃ দিয়াঃ কয়টা যুদ্ধ করলা? মামা? আম্মু, আমি দেশে ফেরার আগেই দেশ স্বাধীন হয়ে যায় আমরাঃ মানে? আমাদের আর পাঠায় নাই দেশ স্বাধীন হয়ে গেছিল আমরাঃ বাসায় আসলাম ২১ তারিখে অনিকঃ মারে নাই দাদায় আরে না বোকা আম্মায় মুরগী রান্না কইরা খাওয়াইছে আমারে আম্রাঃওহহহহহহহহহহহহহহহ দিয়াঃ শুভ তোর ক্যারাম বের কর, খেলব আমিঃ আমি খেলব না (সরাসরি) উউউউহ ফকিন্নি (মনে মনে )


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।