আমাদের কথা খুঁজে নিন

   

দীপিকার 'স্লিপলেস ইন দ্য মুনলাইট'

'নতুন একটা অ্যাপার্টমেন্ট কিনেছি। বসার ঘরের সামনে বড় কাঁচের জানালা। অপলক তাকিয়ে রয়েছি। চিন্তাগুলো সাদা কাঁচের সঙ্গে ঢাক্কা খেয়ে আবার ফিরে আসছে মস্তিষ্কে। ঘুম নেই।

বাড়ির সামনের রাস্তা ধরে গাড়ির আলো অল্প অল্প ছিটকে পড়ছে বারান্দার কোনায়। না! এটা কোনও অ্যাংজাইটি নয়। দুশ্চিন্তাও নয়, একটু অন্যরকম করে ভাবা। ’ ঠিক এই ভাবেই নিজের চিন্তাগুলোকে শব্দের মধ্যে বেঁধে কিছু কাল্পনিক চরিত্রের সাহায্যে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন  লিখে ফেলেছেন একটি গল্প। নাম দিয়েছেন 'স্লিপলেস ইন দ্য মুনলাইট'।

জনপ্রিয় লেখক খালেদ মহম্মদ এডিটেড নতুন বই ‘ফ্যাকসন’-এ উঠে আসবে দীপিকার লেখা গল্প। তবে শুধু দীপিকা নন, চলচ্চিত্র জগতের প্রায় বাইশ জন সেলেব্রিটি কমল ধরেছেন খালেদের এই বইতে। লিখেছেন বলিউডের বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রীরা। লিখেছেন জনপ্রিয় সিনেম্যাটোগ্রাফার, নৃত্যপরিচালক, সাউন্ড ডিজাইনার প্রমুখ।



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।