আমাদের কথা খুঁজে নিন

   

"জয় বাংলা" শ্লোগাণ কি আওয়ামী লীগের রেজিষ্ট্রিরি করা সম্পদ?????????

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। "জয় বাংলা" শ্লোগাণ কি আওয়ামী লীগের? জয় বাংলা বললে কেন আওয়ামী হবে? এই যে আমাদের দেশে এখন "জয় বাংলা" শ্লোগাণকে আওয়ামী লীগের রেজিষ্ট্রিরি করা সম্পদ মনে করা হয় আসলে এইটা কি ঠিক? "জয় বাংলা শ্লোগাণের" প্রকৃত ইতিহাস কি? এর যাত্রা পথ কোথা থেকে শুরু তা কি আমরা কেউ জানি? এমন কি ৭০ ও ৭১ এর শুরুতে "জয় বাংলা" শ্লোগাণ কেউ দিলে আওয়ামী লীগের নেতারা ধরে ধরে মারত। এমন একটা সময়ও এই "জয় বাংলা" শ্লোগাণ কেউ দিলে তাকে হিন্দু বলা হত, এমন এক শ্লোগাণ "জয় বাংলা"। আজ দেশের শতকরা ৯০% মানুষ মনে করে "জয় বাংলা" শ্লোগাণ আওয়ামী লীগের রেজিষ্ট্রিরি করা সম্পদ। "জয় বাংলা" কি এবং এর শুরু কি ভাবে প্রমান সহ ধারাবাহিক লিখব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।