আমাদের কথা খুঁজে নিন

   

বদ তাছীরের একটি উদাহরণ

অহন থিক্কা সব শয়তানরে দৌরের উপর রাখুম।

বদ বা খারাপ তাছীর অনেক প্রকারের। খারাপ তাছীর থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের অপরিহার্য কতর্ব্য। কেননা খারাপ তাছীরের কারণে মুসলমানের আমল-আখলাকই শুধু নষ্ট হয় না, পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনার থেকেও খারিজ হয়ে যায়। মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল হযরত নূহ আলাইহিস সালাম উনার এক ছেলে ছিলো কেনান। সে কাফিরদের সাথে মেলামেশা, চলাফেরা, সম্পর্ক রাখার কারণে নুবুওওয়াতি খান্দান তো হারিয়েছেই এমনকি সে ঈমানহারা হয়ে কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে। নাঊযুবিল্লাহ! এখন কথা হচ্ছে, মহান আল্লাহ পাক উনার মনোনীত হযরত নবী ও রসূল আলাইহিস সালাম উনার ছেলে কাফিরদের সাথে মেলামেশা, চলাফেরা ও সম্পর্ক রাখার কারণে যদি ঈমানহারা হয়ে কাফির অবস্থায় মৃত্যু মুখে পতিত হতে হয়, তাহলে যারা কোনো হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের ছেলে-সন্তানের অন্তর্ভুক্ত নয়, তারা যদি কাফির-মুশরিকদের সাথে সম্পর্ক রাখে, মুহব্বত রাখে, চলাফেরা করে, মেলামেশা করে, পরামর্শ গ্রহণ করে, তাদের কৃষ্টি-কালচার, বেশভুষা গ্রহণ করে, তাদের অনুষ্ঠানে যোগ দান করে তাহলে তাদের পবিত্র ঈমান কতটুকু বহাল থাকবে সেটা অবশ্যই অবশ্যই চিন্তা-ফিকিরের বিষয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।