আমাদের কথা খুঁজে নিন

   

আমরা যদি স্বাধীন হই তাহলে পরাধীন কারা? স্বাধীনতার অর্থই বা কী?



আমরা কি স্বাধীন? কত হাজার প্রাণের বিনিময়ে পেয়েছি এই স্বাধীনতা? ত্রিশ হাজার প্রাণের বিনিময়ে ৷ কত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে? অসংখ্য অগণিত মা বোনের ইজ্জতের বিনিময়ে ৷ কিন্তু এখনো কেন কুকুরের মত মানুষের হাতে মানুষ মরছে? কেন প্রতিদিন পত্রিকার পাতায় প্রকাশ হয় ধর্ষণের খবর? ধর্ষক কেন সমাজে মাথা উঁচু করে ঘোরে? ফাঁসীর দণ্ডপ্রাপ্তরা দলীয় রাষ্ট্রপতির কৃপায় খালাস হয়ে বেরিয়ে বুক ফুলিয়ে চলাফেরা করা কি স্বাধীনতা? মানুষ খুন করে প্রভাবশালী হবার কারণে গ্রেফতার না হয়ে উল্টো শোকগ্রস্ত পরিবারকে মামলা না করার হুমকি প্রদানের নাম কি স্বাধীনতা? সারা বিশ্বের সামনে বড পতাকা তোলে ধরলেই কি স্বাধীনতা উদযাপন হয়ে যায়? সারা বছর গাঁজা খোর আর হেরোইঞ্চিদের বসবাসের সুযোগ দিয়ে ১৬ ই ডিসেম্বর পরিষ্কার করে ফুল দিলেই কি শহীদদের সম্মান হয়ে যায়? স্বাধীনতা কি রাতারাতি আইন বানিয়ে ক্ষমতায় থাকার নাম? রাজাকাররা দল পরিবর্তনের কারণে হবে মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধাকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হয় এর নামই কি স্বাধীনতা? স্বাধীনতা মানে কি এক দলের হরতালে পুলিশ পিকেটিারের ভূমিকা পালন করবে আর একদলের হরতালে মাঠে নামলেই ঠেঙাবে?স্বাধীনতার মানে কি প্রশাসনের পাশাপাশি ক্যাডার নামক পশু দ্বারা বিরোধী দলকে দমন করা? স্বাধীনতার মানে কি পেট্টল বোম দিয়ে মানুষ মারা? স্বাধীনতার মানে কি স্বাধীনভাবে দুর্নীতি করা? স্বাধীনতার মানে কি ছুটির দিনে হরতাল দিয়ে গণআন্দোলন ঠেকানো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।