আমাদের কথা খুঁজে নিন

   

চার জেলায় হরতাল আজ

লালমনিরহাট, জয়পুরহাট ও লক্ষ্মীপুরে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। এ ছাড়া আজ নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ১৮ দল। এ সংক্রান্ত প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমনিরহাট : লালমনিরহাট জেলাব্যাপী জামায়াত-শিবির সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। জেলা জামায়াতের সেক্রেটারি পলাশী ইউপি চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা আলাউল ইসলাম ফাতেমী মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, একাত্তরের যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে রবিবার দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালনের সময় জামায়াত-শিবির ও পুলিশের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে পাটগ্রাম উপজেলা ছাত্রশিবির সভাপতি মনিরুল ইসলাম, শিবির কর্মী আবদুর রহিম, সাজু ইসলাম নিহত এবং হারুনুর রশিদসহ নেতা-কর্মীরা গুলিবিদ্ধ হন।

এ ঘটনার প্রতিবাদে আজ দলটি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। এদিকে গতকাল সকাল ১০টার পর দুপুর ১২টার মধ্যেই জামায়াত-শিবির ও পুলিশের গোলাগুলিতে নিহত শিবির সভাপতি মনিরুল ইসলাম, সাজু ইসলাম, আবদুর রহিমের লাশ নিজ নিজ পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে। এ ছাড়া জামায়াত-শিবিরের ধারালো অস্ত্রের আঘাতে নিহত ছাত্রলীগ নেতা মিন্টু মিয়ার লাশ পোস্ট অফিসপাড়ায় কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের হালট্রি গ্রামে রবিবার বিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দুই শিবির কর্মীসহ এক ভ্যানচালক নিহতের প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াত। গতকাল নিহতদের জানাজাপূর্ব এক বক্তব্যে জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাইদ এ হরতালের ডাক দেন।

লক্ষ্মীপুর আজ (মঙ্গলবার) সকাল সন্ধ্যা জামায়াতের হরতাল। জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমদকে হত্যার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়। জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নোয়াখালী : পুলিশ ও সরকারি দলের হামলায় দলীয় নেতা-কর্মী হত্যার অভিযোগে আজ নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ১৮ দলের জেলা আহ্বায়ক মো. শাহজাহান জানান, বুধবার জেলা সদরে দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মী সোহাগ, শুক্রবার সোনাইমুড়িতে যুবলীগের হামলায় শিবির কর্মী হাফেজ জোবায়ের হোসাইন ও শনিবার কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে জামায়াত-শিবিরের ৭ নেতার মৃত্যুসহ শতাধিক আহত হন।

এরপরও নেতা-কর্মীদের হত্যা ও মামলা-হামলার মাধ্যমে হয়রানির প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।