নিহত দুজন হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বজামির তলীর আব্দুল মান্নান (৪০) ও নোয়াখালীর চাটখিলের পুরুষোত্তমপুর গ্রামের দিদার হোসেন সুমন (২৩)।
সদর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, স্থানীয় লোকজন মঙ্গলবার ভোরে রায়পুর-ঢাকা মহাসড়কের পাশে বটতলীর পল্লীবিদ্যুৎ সাবস্টেশনের কাছে খালপাড়ে দুটি লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জেলা বিএনপির নেতাদের দাবি, মান্নান ছিলেন পূর্বজামির তলীর ২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক ও সুমন ছিলেন যুগ্ম সম্পাদক।
তবে ওসি জানিয়েছেন,নিহত দুজনই ‘বাবুল বাহিনীর’ সদস্য ছিলেন।
তাদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
রোববার গভীর রাতে সদর উপজেলার জামিরতলী এলাকায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ বাবুল বাহিনীর প্রধান আসাদুজ্জামান বাবুল নিহত হন। তিনি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন বলে স্থানীয় বিএনপির দাবি।
ওই রাত থেকেই মান্নান ও সুমন নিখোঁজ ছিলেন বলে দাবি করেছে তাদের পরিবার।
রোববারের ঘটনায় বাবুলের সঙ্গী সুমনও গুলিতে নিহত হয়েছেন বলে স্থানীয়ভাবে শোনা গেলেও র্যাব বা পুলিশের পক্ষ থেকে সে সময় বিষয়টি নিশ্চিত করা হয়নি।
ওসি জানান, বাবুলের বিরুদ্ধে হত্যা, অপহরণ, সন্ত্রাসী, লুটপাট, চাঁদাবাজি ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
‘বাবুল বাহিনীর’ তৎপরতায় গত কয়েক মাসে ওই এলাকায় এক ডজনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।