আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনাঃ চিরঞ্জীব এক চেতনা



শেখ হাসিনা এখন আর শুধু একটি নাম নয়; শুধু কারো মা, কারো বোন নয় - শেখ হাসিনা এখন একটি আদর্শের নাম, একটি চেতনার নাম৷ বাবা-মা, ভাই সকলকে হারিয়ে শেখ হাসিনা যখন দেশে ফিরলেন, তখন জাতির পিতার খুনিদের দোসর ক্ষমতায়; তার জীবনের কোনো নিরাপত্তার নিশ্চয়তা সরকার দেয়নি ৷ এরপরেও তিনি শুধুমাত্র দেশের জনগনের ভরসায় দেশে ফিরে এসেছেন ৷ যেভাবে তার পরিবারের সকলকে হত্যা করা হয়েছিল এবং হত্যাকারীদের যেভাবে আগলে রেখে পুরস্কৃত করা হয়েছিল, তাতে করে শেখ হাসিনার জায়গায় অন্য যে কেউ হলে বাকি জীবন বিদেশে কাটিয়ে দিতেন৷ তার জায়গায় অন্য কেউ হলে সারা জীবন দেশ ও দেশের মানুষকে অবিশ্বাস করতেন এবং মনে করতেন নিরাপদহীন৷ কিন্তু শেখ হাসিনা অসীম ধৈর্য আর সুকঠিন মনোবল নিয়ে দেশে ফিরে এসেছেন। দেশের মানুষকে ভালোবেসে আর তার বাবার স্বপ্ন সোনার বাংলাকে গড়ে তুলতেই তার দেশে ফেরা৷ তার জন্য রাজনীতিটা এত সহজ ছিল না; ছিল ভয় আর উত্কন্ঠা। তারপরেও তিনি নেমেছেন কন্টকময় সেই পথে! আরও পড়তে টোকা মারুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।