আমাদের কথা খুঁজে নিন

   

আহা ভোট / ভাতের অধিকার!!!!

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । "

আমাদের দুই মহান নেত্রী নিরন্তর সংগ্রাম করে চলেছেন আমাদের মতো দুর্ভাগা, নাখান্দা-নালায়েক, আম জনতার ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার জন্য। আমাদের ভোট ও ভাতের অধিকার রক্ষার প্রত্যয়ে এই নেতৃদ্বয় এতটাই নিরলস সংগ্রামী ভূমিকায় যে দলের শীর্ষ পদে আসীন হওয়ার পর থেকে আজো অবসরে যাওয়ার সুযোগটুকুও পাচ্ছেন না.....আহারে!!!! আহা ভোট....আহা ভাত!!!! তোমাদের অধিকার রক্ষার/প্রতিষ্ঠার জন্যে আমাদের মহান নেতৃত্বের সেকি সেক্রিফাইস!!! খবরে দেখি এবারের অনুষ্ঠিতব্য ৫ই জানুয়ারির নির্বাচনের ৩০০ আসনের মাঝে অলরেডি ১৫৪ আসনে বিনা ভোটে প্রার্থিরা নির্বাচিত হয়েছেন......তার মানে ৫১.৩৩% ভোটারের আর ভোট দিতে যাওয়ার প্রয়োজনই নাই!!!! আহা ভোট....আহারে ভোটের অধিকার।

। । ......বয়সকালে শোনা ঘটনা (সত্য-মিথ্যা জানা নেই!)। সাকা চৌধুরী নাকি নির্বাচন এলে রাউজানের হিন্দু অধ্যুষিত এলাকায় জনসভা করে সবার কাছে জানতে চাইতেন তারা নির্বাচনে তাকে ভোট দিবে কিনা.....ক্ষীন স্বরে জবাব এলে আবারো জানতে চাইতেন সবাই যেন উচ্চস্বরে হাত তুলে বলে তাকে ভোট দিবে কিনা? সবাই যখন হাত তুলে উচ্চস্বরে জবাব দিত তাকেই ভোট দিবে (কার ঘাড়ে কয়টা মাথা!!!) তখন তিনি বলতেন, ঠিক আছে তোমাদের ভোট আমি বুঝে নিলাম....ভোট কেন্দ্রে আর যাওয়ার দরকার নাই। ।

। .......অবস্থা দেখে ছোট্ট একখান জোক্স বড় ইয়াদ আসতেছে---- এলাকাবাসী এক বড় মাওলানা দাওয়াত দিছে মাহফিলে ওয়াজ করার জন্য। তো মাওলানা আউজুবিল্লাহ্-বিসমিল্লাহ্ বইল্যা উপস্থিতির উদ্দেশ্যে জানতে চায় - 'বুইজ্জ্যেননি আমনেরা'?.....পাবলিকেও মাথা দুলাইয়া সায় দেয় - 'জ্বি হুজুর' 'জ্বি হুজুর'.......বড় হুজুর বলে কথা! এইবার হুজুরে কয় - বুঝলে তো খুবই ভালা....নতুন করি আর কি বুঝাইতাম....নজরানাটা দেন আমি যাই। পাবলিকে একই হুজুররে পরের বছর আবারো দাওয়াত দিছে মাহফিলে। তো মাওলানা আউজুবিল্লাহ্-বিসমিল্লাহ্ বইল্যা আবারো উপস্থিতির উদ্দেশ্যে জানতে চায় - 'বুইজ্জ্যেননি আমনেরা'?.....পাবলিকে গতবারের মতো আর ভুল করে না... মাথা দুলাইয়া বলে - 'জ্বি না হুজুর, বুজি নাই'......! এইবার হুজুরে কয় - 'না বুঝলে আর কখনোই বুঝবা না....বোঝার সেই এলেম তোমাদের নাই'.............নজরানাটা দেন আমি যাই।

। এইবার পাবলিক একটু খেপছে....পরের বছর একই হুজুররে আবারো দাওয়াত দিয়া আনছে আর ফিকিরে আছে হুজুররে এইবার আটকাবে! তো হুজুর আবারো যেই না জিগাইলো 'বুইজজ্যেননি আমনেরা'? পাবলিকে সমস্বরে বলে 'অর্ধেকে বুঝছি আর অর্ধেকে বুঝি নাইইইই হুজুর'!!! পানরসে সিক্ত হুজুর জবাব দেয় - 'মারহাবা মারহাবা.....যারা বুঝেন নাই তারা যারা বুঝছে তাদের কাছ থেকে বুঝে নিয়েন....এবার আমার নজরানাটা দেন'!!!! .....আমাদের কি এমন কেউ নাই যে বলতে পারে "খামোশ অনেক হয়েছে......কেন এমন করছিস বুঝিয়ে দে'???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।