আমাদের কথা খুঁজে নিন

   

ভুল গন্তব্যে একদিন...

আজ এক ভুল গন্তব্যে চলে গেছিলাম। কথাটা ঠিক হলো কিনা বুঝতে পারছি না। গন্তব্যই যদি হয় তবে সেটা ভুল হয় কি করে? ভেবে দেখলাম- অনেক সময় আমরা গন্তব্য ঠিক করি। সেখানে যাওয়ার পরই কেবল বুঝতে পারি আমরা সেখানে যেতে চাই নি। সেটা নিশ্চয় ভুল গন্তব্য।

তেমনি আজ ভুল করে বানিজ্য মেলায় গিয়ে পড়লাম। ভেবেছিলাম মেলা মাত্র শুরু হলো, এখন নিশ্চয় তেমন ভিড় হবে না। গিয়ে দেখি সবাই আমার মত বুদ্ধিমান। একই বুদ্ধিতে তারাও চলে এসেছে। ভিড়ে ভিড়ে নরক মোটামুটি গুলজার।

অনেকখানি হাটার পর মেলায় ঢোকা গেলো। তারপরেই বুঝতে পারলাম নামে আন্তর্জাতিক বানিজ্য মেলা হলেও আসলে বাংলার গ্রামের ঐতিহ্যবাহী মেলাকে তুলে এনে এখানে ফেলে দেয়া হয়েছে। মাইকের চেঁচামেচিতে কিছুক্ষণের মধ্যেই আক্কেল গুড়ুম হয়ে গেলো। খালি যাত্রাপালাটাই যা মিস করছিলাম। এক স্টলে সেলসম্যান ইন্ডাকশন কুকার নিয়ে হৈ চৈ লাগিয়েছে।

কুকারের উপর একটা সসপ্যানে পানি গরম করে কুকারের বৈশিষ্ট্য লাইভ দেখিয়ে বলছে- "এটার যেখানে হাত দেন, গরম লাগবে না, কারেন্ট শট লাগবে না। এই যে দেখেন পানিতে হাত ভিজায়ে নিলাম, তাও শট লাগছে না, গরম লাগছে না। খালি পানিটা গরম হবে, কিন্তু চুলা গরম হবে না..." আমি বিস্ময়ে অভিভূত হয়ে বললাম, "তাজ্জব বাত তো! দাম কত?" "দাম আঠারো হাজার পাঁচশ টাকা। " এবার আমার সত্যিই বিস্মিত হবার পালা। এই ব্র্যাণ্ডের চুলা আমি আগেই দেখছি।

বললাম, "বাইরে এটার দাম তিন হাজার টাকা। " "কিন্তু আমাদের কাছ থেকে কিনলে আপনি তিরিশ হাজার টাকার গিফট ফ্রি পাবেন। " তিন হাজার টাকার জিনিস আঠারো হাজার পাঁচশ টাকায় কিনে ত্রিশ হাজার টাকার ফ্রি গিফট পাওয়ার বানিজ্যটা আমি ভালো মিলাতে পারলাম না। খালি বুঝতে পারলাম, ইহা সত্যিই বানিজ্য মেলাই বটে। এত বানিজ্য সহ্য হলো না।

তাড়াতাড়ি বেরোবার পথ ধরলাম। ঠিক করছি, যাত্রাপালার আয়োজন না হওয়া পর্যন্ত আর ও মুখো হবো না। বাপরে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।