আমাদের কথা খুঁজে নিন

   

।। হে প্রেমময় ।।

বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র।

হে প্রিয়....প্রিয়তম আকাশে চোখ মেলো কেতকীর কুজ্ঞ পাখিরা মেলেছে ডানা ঐ সুদূরে... এসো আজ পাখি হই মেলি ডানা হারাই কোন দূর অজানায় ....!! * * * * * * * * * * * * হে সখা মোর কপালে লাল টিপ জ্বলছে সূর্য কিরনের মত পথে আর আধাঁর কই খোঁজ ? ক্লান্তহীন প্রদীপ জ্বলে জ্বলে পথ হয়েছে যাদুময় মায়ার মত হে বন্ধু মোর পাশে এসে বসো.......!! * * * * * * * * * * * * * * * হে ব্যথা জাগানিয়া বাঁশি উদিত চন্দ্রের মত নীরব ভঙ্গিতে হানা দিয়ে নিশিগন্ধায় একি শুধাও অমৃত সুর ! আমি এ লীলায় লাজ লীলাবতী !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।