আমাদের কথা খুঁজে নিন

   

ভরা মৌসুমে প্রানহীন কক্সবাজার, নিঝুম সমুদ্র সৈকত,এবং বিষন্ন, বিপন্ন ব্যাবসায়ীকূল

পথের প্রান্তে আমার তীর্থ নয় ,,,,,পথের পাশেই আছে মোর দেবালয়
কলাতলী মোড়ের শার্ক ফোয়ারা প্রায় বছরই কক্সবাজার যাওয়া হয় বেড়ানোর জন্য। কোন এক পোষ্টে বলেছিলাম যে সেখানকার ধুলোবালিও আমাদের পায়ের ছাপ চিনে রেখেছে। কক্সবাজার বিমানবন্দর সেই প্রিয় কক্সবাজারের এবার জরুরী এক কারনে যেতে বাধ্য হোলাম। নইলে এ অবস্থায় বেড়ানোর কথা ভাবাও অসম্ভব। আমাদের বহন করে নিয়ে যাওয়া এয়ারক্র্যাফট যাই হোক অবরুদ্ধ ঢাকা থেকে ১০ই ডিসেম্বর ইউনাইটেড এয়ারে আমরা তিনজন দুপুর বেলা কক্সবাজার পৌছালাম, সময় লাগলো এক ঘন্টা ।

নীরব জনশুন্য কলাতলী রোড ব্যাটারির গাড়িতে করে রওনা হোলাম আমাদের বুকিং দেয়া হোটেলের উদ্দেশ্যে। শহরে ঢুকেই চমকে গেলাম আমার প্রিয় কক্সবাজারের রূপ দেখে। সাধারন থেকে শুরু করে বিশাল বিশাল শীততাপ নিয়ন্ত্রিত বাস আর ব্যাক্তিগত গাড়ীতে যেখানে রাস্তাঘাট জমজমাট। পর্যটকের পদভারে সমস্ত শহর মুখরিত থাকে সেখানে এ কোন শহর ? মনে হলো এক মৃতপুরীতে প্রবেশ। পর্যটক বিহীন একটি হোটেল যা অন্য বছর থাকে কলকাকালি মুখর তারকা বিশিষ্ট হোটেল থেকে ছোট বড় সব হোটেলের বারান্দাগুলোতে তো এখন সমুদ্র স্নানে ভেজা কাপড় শুকাতে দেয়ার কথা।

সেই সারি সারি রেলিং গুলো শুন্য পরে আছে। বারান্দার দিকের সব দরজা জানালা শক্ত করে বন্ধ হয়ে আছে। কলাতলী রোডের সি প্যালেস হোটেল যেই দু একটা হোটেলে ঢুকলাম শুস্ক ম্লান মুখ ম্যানেজাররা সাদরে ডাকছিল তাদের হোটেলে থাকার জন্য। কিন্ত সেই খালি নির্জন হোটেল গুলো কেমন ভীতিকর । একের পর এক জনমানব শুন্য হোটেল পার হয়ে যাচ্ছি।

হোটেল ওসেন প্যালেস পার হয়ে আসলাম শেষ পর্যন্ত আমাদের স্কুটার চালক জানালো কলাতলী মেইন রোডের উপরেই ভালো হোটেল এর সন্ধান। বছর দেড়েক আগে উদ্ভোধন হওয়া পাঁচ তারকা হোটেল ওসেন প্যারাডাইস এর একটু আগে। পাঁচ তারকা হোটেল ওসেন প্যারাডাইস দেখে মনে হয়নি সেখানে কেউ আছে কিন্ত সেই শুন্য নগরীতে আমরা চাচ্ছিলাম একটু নিরাপত্তা। সেই চালকের কথা মতই শেষ পর্যন্ত ঠিক হলো হোটেল । জনমানবশুন্য কলাতলী রোড এগুলো সব এক বেড এক লিভিং এমন দুই রুমের স্টুডিও এপার্টমেন্ট।

এই এপার্টমেন্টের বেশিরভাগ মালিকরা সমিতির মাধ্যমে হোটেল হিসেবে ভাড়া দিয়ে থাকে। স্টুডিও এপার্টমেন্ট এমনি দুটি পাশাপাশি এপার্টমেন্ট ভাড়া নিলাম ৮০০ টাকা করে। উল্লেখ্য যে অন্য সময়ে এগুলোর ভাড়া চার হাজার টাকা প্রতিদিন। রুমে উঠে ফ্রেশ হয়ে খাবারের সন্ধানে বের হোলাম। পাশেই কক্সবাজারের বিখ্যাত চালু খাবার রেস্তোরা ধানসিড়ি যেখানে খালি টেবিল পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয় অন্য বছর ।

দুপুরবেলার ধানসিড়ি রেস্তোরা আজ সেই ধানসিড়ি ভর দুপুরে নিশঃব্দ নীরব হয়ে আছে। আমাদের প্ল্যান ছিল সেন্ট মার্টিন যাবার। টেকনাফ যাবার কোন পরিবহন নেই, বন্ধ হয়ে আছে সব জাহাজ সাথে তাদের অফিসগুলোও। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন চলাচলকারী জাহাজ কেয়ারী সিন্দাবাদের বন্ধ অফিস। এমনি ভাবে বন্ধ হয়ে আছে সব কটি পরিবহনের কলাতলী শাখা অফিস।

বুথে টাকা তোলার কোন লোকই দেখলাম না। শুন্য রেস্তোরায় চা এর অপেক্ষায় পাশের রেস্তোরায় বিকেলে চা খেতে গেলাম। ম্যানেজার জানালো সেদিন আমরাই ছিলাম তাদের রেস্তোরার তিন কাপ চা এর একমাত্র ক্রেতা। লজ্জিত হয়ে উঠলো যখন একশ টাকা থেকে চল্লিশ টাকা ফিরিয়ে দিতে পারছিল না। কক্সবাজারের এক শুন্য রেস্তোরা এক সময় বিক্ষুদ্ধ হয়ে বলে উঠলো এভাবে চল্লে দেখবেন আর দুদিন পর মানুষ লুট পাট করতে নামবে।

প্রতিমাসে ১০ লক্ষ টাকা লস দিচ্ছে তাদের মত মাঝারী মানের হোটেল। আরো জানালো সেই হোটেল তারা ভাড়া নিয়েছে এবং মে মাস থেকে লোকসানের মধ্যে দিয়ে চলছে। শুন্য বীচে টিউবগুলো এনে সাজিয়ে রাখলো, যদি হঠাৎ কেউ এসে ঢেউয়ের দোলায় ভাসতে চায় ক্ষনিকের তরে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এখন জন মানবশুন্য অতীতে যতবারই এখানে এসেছি অর্থাৎ লাবনী, সুগন্ধা বা কলাতলী বীচে সবসময় থাকতো লোকে লোকারন্য। একটু হেটে এগুতে থাকতাম একটু নির্জনতার আশায়।

মনে মনে ভাবতাম ইশ বীচটায় যদি একটু কম লোকজন থাকতো তাহলে কত ভালোই না লাগতো। থাকতোনা কোন ঝিনুক কন্যাদের ঝিনুক মালা আর দুল বিক্রির আবদার। মৃত সৈকত চা -কফি চিপস হকারদের বিরক্ত করা। ফটোগ্রাফারদের অসাধারন ছবি তোলার অনুনয় বিনয়। এবার আমরা সেই কক্সবাজার সৈকতকেই পেলাম যেমনটি কল্পনা করতাম।

কিন্ত আশ্চর্য্য যে বাস্তব অনুভূতিটি সম্পুর্ন বিপরীত। কেমন যেন গা ছম ছম করা নীরবতা । উলটে রাখা চেয়ার মোট সাতদিনের একদিনও কাউকে দেখিনি সমুদ্রের ঢেউয়ের সাথে খেলায় রত বা পা টুকু সামান্য ভিজাতে। সারি সারি খালি চেয়ার পরে আছে পর্যটক বিহীন সৈকতে। খালি চেয়ারের সারি ম্লান মুখ ফটোগ্রাফাররা দাঁড়িয়ে আছে ক্যামেরা হাতে, তবে একবারও বলেনি আগের মত " ছবি তুলবেন"? দু একজন ছাড়া আর কেউ সাজিয়ে বসেনি ঝিনুকের পসরা বন্ধ ঝিনুকের দোকান লাবনী পয়েন্টের দোকানগুলোতে পর্যটকদের ভীড়ে কখনোই ঢোকা যেতনা।

এখন তারা দোকান খুলে বসে আছে। আমি প্রায় সাতদিনই গিয়ে একই দৃশ্য দেখেছি। জানতে চাইতাম কেন তারা দোকান খুলে বসে আছে ? একজন উত্তর দিল ' আপা কি করবো ? কাজ নেই তাই '। আমাকে দেখলেই ডাকতো করুন সুরে 'আপা/আন্টি একটা আবার এসে দেখে যান, কিছু পছন্দ হয় নাকি দেখেন'। জনশুন্য লাবনী ঝিনুক মার্কেট সেই সকরুন ডাক শুনে এত মায়া লাগতো যে অপ্রয়োজনেও কিছু কিছু কিনলাম।

আমার স্বামী বল্লো "এক এক দোকান থেকে এক একটা কিনছো কেন ? ঐ দোকানেই তো সেই স্যান্ডেল্টা ছিল"। আমি উত্তর দিলাম, 'আমি তো কেনার জন্য কিনিনি, ওরা যে এই ভর সন্ধ্যায় বউনি করলো তার জন্য কিনেছি। কক্সবাজার গিয়ে এত নিরানন্দ আর কোনবার অনুভব করিনি। আশারাখি সামনে আরো যাওয়ার ইচ্ছা রাখি। তখন যেন আমাদের প্রান প্রিয় সমুদ্র সৈকত নগরীকে তার আগের প্রানচঞ্চল রূপেই দেখতে পাই।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।