আমাদের কথা খুঁজে নিন

   

১০০% নিশ্চয়তা দিয়ে বলছি। ধৈর্য নিয়ে পড়ুন, আজীবন কাজে আসবে। পিঁয়াজ, রসূন, আদার গল্প।

দেশের জন্য উজাড় করা ভালবাসা

১০০% নিশ্চয়তা দিয়ে বলছি। ধৈর্য নিয়ে পড়ুন, আজীবন কাজে আসবে। পিঁয়াজ, রসূন, আদার গল্প। বাংলাদেশে এখনো অনেকে সত্যি কথা বলেন, কিন্তু যারা Facts এর দোহায় দিয়ে সব কিছুকেই নিজেদের পক্ষে নিয়ে আসেন যেমন ডাহা মিথ্যাকে সত্য, প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল তাদের জন্য আজকে আমার এই গল্প। একদিন এক মসলা বিক্রেতা এক গ্রামের রাস্থা দিয়ে মসলা বিক্রি করতে করতে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তার হাঁটার শক্তি ছিল না।

তাই রাস্থার পাশে একটি বটবৃক্ষ পেয়ে তার নিচেই শুয়ে পড়লেন। হালকা ঘুম অনুভব করতেই শুনলেন পাখির কিচির মিচির আওয়াজ। এতো মিষ্টি আওয়াজে তার আর ঘুম আসছিলো না, তাই সে বুঝার চেষ্টা করছিল পাখি কি বলছে? কিছুক্ষনের মধ্যে সে বেজায় খুশি হল আর চিৎকার করে বলল কে আছ দেখে যাও পাখিগুলো বলছে পিঁয়াজ, রসূন, আদা। কে আছ দেখে যাও পাখিগুলো বলছে পিঁয়াজ, রসূন, আদা। তার চিৎকারে একটু নিকটে থাকা এক সন্যাসি ছুটে আসল আর পাখির কিচির মিছির শুনার চেষ্টা করল, আর কিছুক্ষন এর মধ্যেই সেও বুঝতে পারল এবং চিৎকার করে বলল কে আছ দেখে যাও পাখিগুলো বলছে রাম, কৃষ্ণ, হ্রাদা।

কে আছ দেখে যাও পাখিগুলো বলছে রাম, কৃষ্ণ, হ্রাদা। এই দুই জনের চিৎকারে দুরের মসজীদের মাওলানা সাহেব আর স্থির থাকতে পারলেন না, তিনিও ছুটে আসলেন আর শুনার চেষ্টা করলেন পাখির কিচির মিছির শব্দ। আর কিছুক্ষন এর মধ্যেই মাওলানাও বুঝতে পারল এবং চিৎকার করে বলল কে আছ দেখে যাও পাখিগুলো বলছে আল্লাহ্‌, রাসূল, খোদা। কে আছ দেখে যাও পাখিগুলো বলছে আল্লাহ্‌, রাসূল, খোদা। এরপর বুঝতেই পারছেন একই গাছের নীচে পাখির কিচির মিছির আওয়াজ তিন জনের তিন রকম লাগল।

আর তিনজনই আর তাদের কর্ম এবং বিশ্বাসের বাইরে কিছুই শুনতে বা বুঝতে পারল না। এই পরিস্থিতিতে তিন জনের মধ্যে ততক্ষণই সম্পর্ক ভাল থাকবে যদি একে অন্যের বিশ্বাসকে সম্মান করে। অন্যথায় আমার দেশের বর্তমান অবস্থার মতই হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।