আমাদের কথা খুঁজে নিন

   

!!!!........ ভয়ংকর এক ভবিষ্যতের দিকে ধাবমান আমার সোনার বাংলা..........!!!!!



ভয় হচ্ছে, আতংকিত বোধ করছি। খুব সামান্য একটা আভ্যন্তরীন ইস্যুকে কাজে লাগিয়ে বিশ্বের মোড়লরা আজ হালুয়া রুটির ভাগ করতে বসছে, কে কতটা স্বার্থ হাসিল করতে পারবে তা নিয়েই তারা ব্যস্ত, নিশ্চিত ভাবেই বলা যায় সেখানে বানরের রুটি বন্টনের মতোই শেষ বেলায় আমাদের প্রাপ্তি হবে জিরো। কার অধীনে নির্বাচন হবে, হাসিনা নাকি তত্বাবধায়ক সরকার? এটাই ছিলো ইস্যু, এবং এটা অতিঅবশ্যই হাসিনার একগুয়েমীর কারনেই তৈরী । অন্যদিকে খালেদা জিয়া সেটা মানেন না। খুব জটিল ছিলো না ব্যাপারটা।

অথচ খালেদার পিঠে সওয়ার হলো জামাত, নিশ্চিত বিজয় জেনেও খালেদাকে নির্বাচন থেকে দূরে রাখলো। অন্যদিকে ইন্ডিয়া হাসিনাকে গ্রিপ করে উনুনে তাপ দিয়ে গেলো। আবার যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামাত আমেরিকা,জাতিসংঘ,ই ইউ সহ সবার কাছে ছুটে গেলো। ডলারের ঝণঝনানিতে বিশ্বের সবচেয়ে নিকৃস্ঠ হত্যাকারী রাজাকারদের জন্য মানবতার কোরাসে একে একে ইউরোপ,আমেরিকা,বিশ্বব্যাংক,ইউনুস সহ সব শিয়াল একসাথে হিক্কা হুয়া ডাক ছাড়তে থাকলো। ..........হয়ে গেলো কাদের মোল্লার ফাঁসি।

আর যায় কোথায়? ফাকিস্তান আবারো গর্জে উঠলো, যারা পৃথিবীর সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র, তারাও কোরাস গাইতে শুরু করলো , কাদেরর জন্য সেকি কান্না, যেন ফাকিস্তানের চে গুয়েভেরার ফাঁসি দিয়ে দিলো বাংলাদেশ.... আর আজ ভয় হচ্ছে কেন জানেন? ফাকিস্তান লেলিয়ে দিবে তালিবান, আর তাদেরকে রিসিভ করার জন্য জামাত-হেফাজত এক পায়ে খাড়া। ইন্ডিয়া -আমেরিকা নিজেদের ভাগটা বুঝে নেবে সমানে সমানে, জাতিসংঘ -ই ইউ ও তাদের স্বার্থে কোন ছাড় দিবেনা........ কোথায় হাসিনা- কোথায় খালেদা? দূর! এদেরকে মোড়লরা শুধু টয়লেট পেপারের মতো ব্যবহার করবে!!! ফাইনালি আমরা কি পাবো? না, কিচ্ছু না। ভয়ংকর এক ভবিষ্যতের দিকে ধাবমান আমার সোনার বাংলা.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।