আমাদের কথা খুঁজে নিন

   

এক নম্বর টয়লেট বেশি খারাপ নাকি দুই নম্বর টয়লেট বেশি খারাপ?

:)

যখন বাংলাদেশ প্রথম ওয়ান ডে ম্যাচ এ পাকিস্তান কে হারাইলো, তখন ক্লাস এ যেয়ে “পাকিস্তান ভুয়া পাকিস্তান ভুয়া” করে চিল্লাচিল্লি করলাম, তখন দেখি আমার যে সব বন্ধুরা পাকিস্তান সাপোর্ট করে (ভারত পাকিস্তান খেলায়), তারা চুপ করে দায়ায়ে রইছে। একটু পরে দেখলাম তারা এক জোট হয়ে “ইন্ডিয়া ভুয়া ইন্ডিয়া ভুয়া” বলে চিল্লাপাল্লা করতেসে। অবাক হইলাম। খেলা হইলো বাংলাদেশ আর পাকিস্তান, ইন্ডিয়া কই থেকে আসলো......... যাই হোক ছোট বেলার কাহিনী, কত কিছুই হতে পারে............আজ কাল কার রাজনীতি বিদ রাও এরকম.........শুধু রাজনিতিবিদ রাই না, আজ কাল কার পোলাপান রাও এরকম। যদি বলি, ‘আওয়ামীলীগ অমুক অমুক খারাপ কাজ করল কেন?’ উত্তর কোন দিন পাবো না যে ‘এই এই কারনে কাজ গুলা করা হইসে’। ‘কবে কোন সময় বি এন পি কি করসে না করসে’............সে হিসাব তারা দেয়া শুরু করে............... আবার যদি বলি বি এন পি এরকম করল কেন? তাইলেও কবে কোন সময় আওয়ামীলীগ কি করসে না করসে সেই ইতিহাস কয়.................. আজব পোলাপান.................. তবে আরেক টা কথা বলি, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, এটা আমি মানি, সবাই মানে............... কেও যদি স্বাধীনতার সময় খারাপ করে তাইলে তারাও খারাপ, আবার কেও যদি স্বাধীনতার পরবর্তী সময় খারাপ করে তাইলে তারাও খারাপ............ কে বেশি খারাপ আর কে কম খারাপ এটা প্রমান করতেই যদি আমরা বিরাট কাহিনী শুরু কইরা দেই তাইলে আর খারাপ এর শাস্তি কোন দিন হবে না............ যাই হোক, আমার কোন এক বন্ধু একটা কথা বলসিল...............আমি একটু ভদ্র ভাষায় বলি “এক নম্বর টয়লেট বেশি খারাপ নাকি দুই নম্বর টয়লেট বেশি খারাপ, এটা নিয়ে তর্কাতর্কি করা মোটেও কাজের কাজ না”.................................... অনেক জ্ঞানের কথা বললাম, কেও মাইন্ড খায়েন না, খাইলে বদ হজম হতে পারে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।