আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১ থেকে ২০১৩: পাকি থেকে আওয়ামী

হ্যা আমি সেই সত্যবাদীকে সত্যবাদী মনে করি

উভয়ের মিলগুলো দেখুন। অহংকারী। দুইটাই সুপিরিওরিটি কম্প্লেক্সে ভোগে। নিজেদের হাগুর মত রঙ দেখে ভাবে সোনা আর অহংকারে অন্ধ হয়ে যারে তারে ছাগু বলে গলাবাজী করে। জালেম। ৭১ এ মদ্যপ প্রগতিশীল ইয়াহইয়া আর বিলাতি প্রগতিশীল ভুট্টোর জুলুমের প্রতিবাদ করেছিলেন বঙ্গবন্ধু আর মজলুম বাঙালী। আর ২০১৩ তে প্রগতিশীল হাসিনা, ইন্ডিয়া আর তাদের দালালদের জুলুমের প্রতিবাদ করার কেউ নেই। পরাজয় ও পতন। একটার হইছে আর একটার হইবে, অতিসত্বর, ইনশাল্লাহ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।