আমাদের কথা খুঁজে নিন

   

এইচটিএমেল/সিএসএস কোড দিয়ে আপনার ওয়েব সাইট বা মেনু বার আপনার ফেসবুক পেজে যোগ করুন (ফেসবুক পর্ব ১)!!

কেমন আছেন সবাই! আশা করি সবাই ভাল আছেন । কিভাবে আপনি খুব সহজে আপনার ওয়েব সাইট বা মেনু বার এইচটিএমেল/সিএসএস কোড দিয়ে আপনার ফেসবুক পেজে এ্যাড করবেন ? আজকে আমি তা নিয়ে আলোচনা করব। যদি আপনি আপনার ওয়েব সাইট বা মেনু বার এইচটিএমেল/সিএসএস কোড দিয়ে আপনার ফেসবুক পেজে এ্যাড করতেন চান , তাহলে আপনার এইচটিএমেল/সিএসএস-(HTML/CSS) সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে । আমাদের অনেকের ওয়েব সাইট এবং ফ্যান পেজ আছে । কিন্তু ফ্যান পেজে ওয়েব সাইট বা মেনু বার এ্যাড করা নাই।

এটা নিয়ে চিন্তা করার কিছু নেই । খুব সহজে এইচটিএমেল/সিএসএস-(HTML/CSS) দিয়ে কিভাবে করবেন তা নিচে ছবির সাহায্যে দেখানো হল। স্টেপ ১ প্রথমে এই লিঙ্কে  Static HTML Application -এ যান । এবং  Add Static HTML to a Page -এ ক্লিক করুনঃ- স্টেপ ২ আপানর ফ্যান পেজ ড্রপ-ডাউন হতে সিলেক্ট করুন।   এবং Add Static HTML: iframe tabs -এ ক্লিক করুনঃ-

স্টেপ ৩ আপানর ফ্যান পেজের টাইম লাইন থেকে উপরে  Welcome tab -এ সিলেক্ট করুনঃ-

স্টেপ ৪ Edit tab -এ ক্লিক করুন :

স্টেপ ৫ এবং index.html এখানে আপনার  এইচটিএমেল/সিএসএস-(HTML/CSS) কোড যোগ করুন:
যেমনঃ- <a href=”http://yoursite.com”><img src=”http://yoursite.com/image/file.jpg”></a> Save & Publish -এ ক্লিক করে Preview tab দিয়ে দেখেন।


এখানে ক্লিক করে  দেখুন আমার কাজটা কেমন হয়েছে বলবেন। বুঝতে সমস্যা হলে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন। সময় থাকলে আমার ওয়েব সাইটে গুরে আসবেন(মুক্ত পৃথিবী) ! ক্রিকেট বা ফুটবল অনলাইন লাইভ স্কোর  দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন!
ইউটিউব ভিডিও যোগ করুন আপনার ফেসবুক পেজে এইচটিএমেল/সিএসএস কোড দিয়ে (ফেসবুক পর্ব ২)!! আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ !

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।