আমাদের কথা খুঁজে নিন

   

আরো ৫ বিমা কোম্পানির লাইসেন্স চূড়ান্ত

বৃহস্পতিবার আইডিআরএর সমন্বয় সভায় পাঁচ প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংস্থাটির সদস্য নব গোপাল বণিক।  


তিনি বলেন, “এর আগে ১১টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। এখন আরো ৫টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে অন্যান্য কার‌্যক্রম সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হবে। ”
এই নিয়ে বর্তমান সরকারের আমলে মোট ১৫টি নতুন বিমা কোম্পানির অনুমোদন দেওয়া হলো।

এর মধ্যে ১৪টি জীবন বিমা কোম্পানি, দুটি সাধারণ বিমা কোম্পানি।  
রাজনৈতিক বিবেচনায় এসব কোম্পানির অনুমোদন দেওয়া হয়েছে বলে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে।
বর্তমান সরকার বিমা কোম্পানির লাইসেন্স দেওয়ার ঘোষণা দিলে মোট ৭৭টি আবেদন আসে আগ্রহীদের পক্ষ থেকে, যার মধ্য থেকে ১৬টি কোম্পানি লাইসেন্স পেল।
বাকিদের চিঠি দিয়ে জামানতের পরিশোধিত মুলধনের অর্থ ফেরত নেওয়ার জন্য বলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন অনুমোদন পাওয়া ৫ বীমা কোম্পানির মধ্যে স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারাম্যান হিসাবে আছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী।

প্রস্তাবিত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম জাহাঙ্গীর চৌধুরী।
যমুনা লাইফের চেয়ারম্যান হিসাবে আছেন চট্টগ্রামের আওয়ামী লীগের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রস্তাবিত এমডি এ কে এম ইলিয়াস হোসেন।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না পেয়েছেন ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স। এর এমডি হিসেবে থাকছেন অজিত আইচ।


ট্রাস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী আওয়ামী লীগের নেতা জাকের আহমেদ ভূঁইয়া। এর প্রস্তাবিত এমডি ইউসুফ আলী মৃধা।
আর রেনেসাঁ গ্রুপের নাজিমউদ্দিনের নামে দেওয়া হয়েছে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স। এর প্রস্তাবিত এমডি হিসেবে আছেন মোহাম্মাদ সাইয়েদ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।