আমাদের কথা খুঁজে নিন

   

গেমস ডেভলপমেন্ট শিখুন “Angry Birds” এর ডেভলপার’সদের থেকে

হ্যাঁ, সত্যি এবার আগ্রহী ডেভলপার'রা সরাসরি গেমস ডেভলপমেন্ট শিখতে পারবে বিখ্যাত গেম Angry Birds এর ডেভলপার'স এর কাছ থেকে। ছাত্রদের জন্য এই চমৎকার সুযোগটি তৈরী করে দিলো Viope in co-operation এবং Rovio কোম্পানী (Developers Company of Angry Birds)। Rovio'র কাছ থেকে সকলে পাবে তিন ঘন্টা ব্যাপী পার্সোনাল কোচিং শুধুমাত্র গেমস ডেভলপমেন্ট নিয়ে।
ওয়ার্কশপটি সম্পূর্ণ ফ্রি। মূলত Game Development World Championship 2013 কে সামনে রেখেই Rovio এমন একটি সুন্দর উদ্দ্যেগ নিয়েছে যাতে করে ছাত্র এবং অন্যান্য গেমস ডেভলপার'রা সেখানে ভালোভাবে অংশগ্রহন করতে পারে।

কিভাবে জয়েন করবেনঃ
১. সবোর্চ্চ চারজনের একটি টিম রেজিস্ট্রেশন করুন Game Development World Championship 2013 এর জন্য, ওয়েবসাইটঃ http://www.gdwc2013.com
২. ওয়ার্কশপে এনরোল করুন এই লিঙ্ক থেকে http://ow.ly/qYh41
৩. সিলেক্টেডদের ইমেইল করে কনর্ফামেশন দেয়া হবে।
Online webinar Time: 10.00-13.00 (GMT+2) 7th January 2014 Enroll: http://ow.ly/qYh41
সংগৃহীতঃ আমার ড্রয়েড

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.