আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবল মহাজগৎ



ফাঁকা মাঠে বল নিয়া দৌড়াইবার তালে গোলক গড়ানো আনন্দআল্লাদে তুমি পায়ের আনন্দে দিশেহারা তুমি এই ফাঁকা মাঠে বল নিয়া দৌড়ের মিথের আদিগন্ত সুখে ঘুমায়ও পড়তে পারো... সকলেই জানে সকলের ঘুম পায়... সকল মিথের ভিতর জাইগা রয় ঘুম... আনন্দআল্লাদে দিশেহারা তুমি গাইতে পারো- পরাণ আমার ঘুম জানে না... জাগা জানে না... এই ফাঁকা মাঠে বল লইয়া দৌড়াইতে দৌড়াইতে... গাইতে গাইতে ঘুমায়ই পড়ছো তো আর স্বপ্নে তুমি খেলতেছ ইংলিশ প্রিমিয়ার...ওহ ডিয়ার ফাঁকা মাঠে বল নিয়া দৌড়াইবার তাল কেটে তুমি সেই তালের অসুখ... তুমি গোলক গড়ানো আনন্দআল্লাদে পায়ের আনন্দে দিশেহারা... তুমি স্কিজোফ্রেনিয়া... তুমি দৌড়াইতে দৌড়াইতে ঘুমায়া স্বপ্নে খেলতেছ ইংলিশ প্রিমিয়ার... ওহ ডিয়ার... ফাঁকা মাঠে তুমি প্রিমিয়ার লীগের গ্লামার... এই তাল কেটে গেলে, চারিদিকে এ্যমবুশ করে আছে গোলপোস্ট... এই মাঠে এই ফাঁকা মাঠে গোলপোষ্ট ছড়ানো চারিদিকে...আর তুমি প্রিমিয়ার লীগের গ্লামার... গোল দিবে না তো কোন... তুমি তো ফাঁকা মাঠের প্লেয়ার... দিশেহারা... তোমার বিপক্ষে কেবল তোমার গ্লামার... তুমি তার রোগ... ইনসমনিয়া... তুমি এই মাঠে কমন স্কিজোফ্রেনিয়া... তবু ফাঁকা মাঠে বল নিয়া দৌড়াইবার তালে... তুমি তো তোমারই অসুখ... হুদাই লাল কার্ড খেয়ে বসে এবার দেখো- সবারই পায়ে পায়ে বল পায়ে পায়ে সবার আনন্দ অবিরাম... -ফাঁকা মাঠে বল নিয়া দৌড়াইবার তালে গোলক গড়ানো আনন্দআল্লাদে পায়ের আনন্দে দিশেহারা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.