আমাদের কথা খুঁজে নিন

   

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা স্বস্তিতে নেই: যোগাযোগ মন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের বাধ্যবাধকতা থাকায় দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পেছনে ফিরে তাকাবার আর কোন সুযোগও নেই। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারাও কোন ভাবে স্বস্তিতে নেই। সব দল নির্বাচনে আসলে একটা উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হতো।

তিনি আজ সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া এলাকাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রায় ১৮ কোটি টাকা ব্যায়ে সংস্কার কাজ পরিদর্শন করতে এসে এসব কথা বলেন।

মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী সংশস্নষ্টিদের নির্ধারিত সময়ের জন্য সড়কের সংস্কার কাজ সুষ্ঠুভাবে শেষ করার নির্দেশ দেন।

মন্ত্রী আরো বলেন, বিরোধী দলের সঙ্গে সমঝোতা হলে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রয়োজনে সংসদ ভেঙে দিয়ে পুনরায় নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি আওয়ামী লীগ ও সরকারের বক্তব্য এবং সদ্ধিান্ত। আর নির্বাচন ও এর ক্ষমতা নিয়ে হাসানুল হক ইনু যে বক্তব্য দিয়েছেন সেটা একান্তই তার নিজস্ব মতামত।

প্রসঙ্গত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেছিলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদের মেয়াদ হবে ৫ বছর। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিরোধী দলের সঙ্গে সমঝোতা হলে এ নির্বাচনের পর প্রয়োজনে সংসদ ভেঙে পুনরায় নির্বাচন দেওয়া হবে।

উল্লেখ্য দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৫৪টি আসনে মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এমপিরা।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.