আমাদের কথা খুঁজে নিন

   

মনসুর আজিজ এর গুচ্ছছড়া

Good

এইতো আমার বাংলাদেশ ঐতো পাশে পাতার বন কাটছে নিঝুম দুপুর ক্ষণ বোটের পিছে ঢেউয়ের ফাল নৌকা লাফায় টালমাটাল মেঘবাড়িতে সূর্য যায় একটু বাদে ঝিলিক চায় সবুজ আঁকের গ্রামটা অই ধানের ক্ষেতে পাতায় সই গন্ধ ছড়ায় হোগলফুল জোয়ার ভাসায় নদীর কূল পাখনা ছড়ায় বনহাঁসে মিষ্টি সুখের ক্ষণ পাশে জলপিঁড়িতে কাটছে বেশ এইতো আমার বাংলাদেশ। ---- বই পেয়েছি নতুন পাতার বই পেয়েছি নতুন পাতার সই হয়েছি নতুন ছাতার সার্ট পেয়েছি প্যান্ট পেয়েছি সঙ্গে নতুন জুতো বিদ্যালয়ে নতুন খাতায় নাম উঠেছে তার সাথে এক মনের মতো ফ্রেন্ড জুটেছে নতুন পাতা আঁকা সবুজ ব্যাগ জুটেছে ক্লাস ফাঁকিতে এখন থেকে খুঁজবো না আর ছুতো। ঘরের ভিতর ক্যালেন্ডারের নতুন পাতায় একটা ফুলের নতুন কুঁড়ি আঁকছি খাতায় নতুন নতুন ভাবনাগুলো রাখছি নোটে একটি কুঁড়ি পাপড়ি মেলে, সুবাস ঢেলে প্রজাপতি করে আহবান নতুন দিনের আল্পনাতে সবার সাথে গাইবো নতুন গান। ---- সবুজ পাতা আঁকতে জানি একটি ফড়িং ধরতে জানি প্রজাপতির রঙিন পাখা পড়তে জানি গাছের অবুঝ সবুজ পাতা আঁকতে জানি হাঁসের ছা-কে খালের লোদও মাখতে জানি ধরতে জানি শাপলা ফোটার বিলও রঙিন ডানার চিলও পড়তে জানি নদীর ভাষা অবাক করা যদির ভাষা বুঝতে পারি অবুঝ শিশুর দিলও। যা ক্ষতিকর রাস্তা থেকে তুলতে পারি ভাবনা মনে মন্দ যা তা ভুলতে পারি জ্ঞান সাধনায় প্রশ্নজটও খুলতে পারি দোলনাতেও দুলতে পারি অলস দুপুরবেলা সুস্থ্য-সবল শিশু হতে খেলতে পারি সবাই বিকেলবেলা।

--- চাঁদটা বুঝি ড্রইং খাতা সূর্যটা কি ডালিম রস পড়ে টুপটুপ ইচ্ছে করে পান করে নেই সব সবাই তখন থাকুক না চুপচুপ। সূর্যটা কি ঘুড়ি তাই কি ওড়ে পুব থেকে পশ্চিম সুতো কেটে মাথা চেপে কোথায় মারে ঝিম? চাঁদটা বুঝি আপুর ড্রইং খাতা গাছের তলায় ত্থুত্থুড়ে এক বুড়ি এমন আঁকায় শূন্য দিয়ে আমি এইতো আঁকি ডোরেমন এক কুড়ি। ---- সম্ভাবনার নীলময়ূরী দু’চোখ আমার স্বপ্নভূমি দৃষ্টি আমার ধানের সবুজ চারা সম্ভাবনার বাংলাদেশে মনটা আমার নীলময়ূরীর মতোন পাগলপারা। দু’হাত আমার নাওয়ের ডালি আগলে রাখে সবুজ বাংলাদেশ ধান কাউন আর গমের ছড়া দাদি নানি কিংবা মায়ের কেশ। হৃদয় আমার উদার আকাশ ষোল কোটি তারা তাতে জ্বলে সবুজ জামার পেটের ভিতর ঝলমলে এক সূর্য কথা বলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.