আমাদের কথা খুঁজে নিন

   

পেন ড্রাইভ ফরমেট হচ্ছে না । টেকি ভাইরা হেল্প করেন.......



আমার ট্রানসেন্ড ৮ জিবি পেনড্রাইভ কোনভাবেই ফরম্যাট করা যাচ্ছে না। পেনড্রাইভে কিছু ফাইল আছে, ভাইরাস এফেক্টেড। ভাইরাসের কারণে অটোমেটকি ডিস্ক রইট প্রটেক্ট হয়ে গেছে। কোন ফাইল ডিলিট, রিনেম, মুভ, কিছুই করা যাচ্ছে না। আমি অনেকভাবে চেষ্টা করে ফেল মেরে টেকি ভাইদের সরনাপন্ন হলাম।

দেখি একটা সমাধান হয় কিনা। তার আগে বলে নেই আমি কি কি চেষ্ট করে ফেল মারলাম ....... ১. এন্টিভাইরাস নরটন, ম্যকএফি, ক্যাসপারস্কি (রেজিষ্টারড) দ্বারা স্ক্যান। ভাইরাস ডিটেক্ট করে বাট ডিলেট করতে পারে না। ২. নরমাল ফরমেট ৩. মাই কম্পিউটার-->ম্যানেজ--> ডিস্ক ম্যানেজম্যান্ট থেকে ড্রাইভ লেটার,পাথ চেঞ্জ করে ওইখান থেকে ফরম্যাট। ৪.রেজিষ্ট্রিএডিটর থেকে স্টোরেজডিভাইসপলিসিস থেকে রাইটপ্রটেক্ট ভ্যালু জিরো করে রিস্টার্ট করে ফরমেট।

৫.উইন্ডোজ সেটআপের সময় যে ডিস্ক ফরমেট হয় সেভাবে। ৬. কমান্ড প্রম্পট থেকে ৭.ফাইল ফোল্ডারের এট্রিবিউট চেঞ্জ করে। ৮. কমান্ড প্রম্পট থেকে ডিস্কপার্ট কমান্ড ব্যাবহার করে ডস থেকে ফরমেট। ৯.সফটঅয়্যার যেমন আনলকার, ট্রানসেন্ড ফরমেটিং টুল, ডিস্ক ফরমেটার ব্যবহার করে। ১০. অপারেটিং সিস্টেম এক্সপি, সেভেন, লিনাক্স চেঞ্জ করে।

সব ক্ষেত্রেই শুধু ডিস্ক রাইট প্রটেক্টেড ম্যাসেজ পেয়েছি। পেনড্রাইভটা কিন্তু নষ্ট নয়। এমন না যে পেনড্রাইভটা আমার একান্ত প্রয়োজনীয়। কিন্তু আমার তবুও মনে হয় কোন একটা উপায় আছে এটাকে ব্যবহার উপযোগী করার। আর কাজটাও শিখা হবে।

টেকি ভাইরা অবশ্যই আমার চেয়ে বেশি জানেন। কোন সহৃদয়বান টেকি ভাই কি আছেন...?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।