আমাদের কথা খুঁজে নিন

   

ঝাঝ কমছে পেঁয়াজের

একদিনের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম ধরণ ভেদে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। কমে গেছে খুচরা বাজারেও। এখন পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকায় ও খুচরা বাজারে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রবিবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় ও দেশি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আগে বেশি দামে কেনা পেঁয়াজ বিক্রি শেষ হলে দাম আরও কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

অথচ, এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকায় খুচরা বিক্রি হয়েছে। গত বৃহস্পতিবারও পাইকারি প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬২ টাকায় ও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে তা ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছে।

মধ্যবাড্ডা কাঁচাবাজারে সবজি কিনতে আসা রুকাইয়া ইসলাম চাঁদনী বলেন, গতকালও ভ্যান থেকে এক কেজি পেঁয়াজ কিনলাম ৮০ টাকায়। আজ দোকানেই বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

বাজারের কোন মতিগতিই বুঝি না।

পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, ভারত রফতানি মূল্য কমানোয় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। দেশি পেঁয়াজও উঠছে। এতে দাম কমছে।   গতকাল শনিবার রাজধানীতে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকা ও দেশি পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় পাইকারি বিক্রি হয়েছে।

চট্টগ্রামের খাতুনগঞ্জে বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকায়। সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে মাত্র ২০ টাকায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে ৩৫০ ডলার নির্ধারণ করেছে ভারত। তা ছাড়া নতুন মৌসুমের দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ছে। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।