আমাদের কথা খুঁজে নিন

   

বিল গেটসই সেই সান্তা ক্লজ!

এর আগে র্যাচেল রেডিট সাইটে তার প্রার্থিত উপহারের একটি তালিকা পোস্ট করেছিলেন।
র্যাচেলের পোস্ট করা ওই উপহার তালিকায় একটি আইপডও ছিল। তবে মাইক্রোসফট চেয়ারম্যান তার পাঠানো উপহার বাক্সে অ্যাপলের কোনো পণ্য ঢুকতে দেননি।
ভিন্ন ভিন্ন প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসিনিউজ এবং বিবিসি জানিয়েছে, গেটস ওই গ্রাহকের পক্ষ থেকে দাতব্য সংস্থা হেইফার ইন্টারন্যাশনাল থেকে পাঁচশ ডলার দিয়ে একটি স্টাফকৃত গরু কিনেছেন। এ ছাড়াও তিনি নিজ পক্ষ থেকে সংস্থাটিকে আর্থিক অনুদানও দিয়েছেন।


উপহার হিসেবে পরবর্তীতে ওই গ্রাহককে তিনি স্টাফ করা গরু এবং বিশ্ব ভ্রমনের উপর ন্যাশনাল জিওগ্রাফিকের একটি বই পাঠান। উপহারের প্যাকেটের সঙ্গে একটি কার্ডে লেখা ছিল ‘টু র্যাচেল, ফ্রম বিল’।
উপহার পেয়ে র্যাচেল প্রথমে মনে করেছিলেন বিল নামের কোনো সাধারণ ব্যক্তি হয়তো তাকে উপহার পাঠিয়েছেন। কিন্ত প্যাকেট খোলার পর তিনি আবিষ্কার করেন সেখানে বিল গেটসের ছবিসহ একটি নোট রয়েছে। তখন তিনি বুঝতে পারেন তার সিক্রেট সান্টা অন্য কোনো ব্যক্তি নন, বরং স্বয়ং বিল গেটস।


গেটস তাকে আইপড না পাঠালেও র্যাচেল বেশ খুশি হয়েছেন এবং একটি পোস্টের মাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি দুঃখও প্রকাশ করেছেন আইপডকে তার উপহার তালিকায় রাখার জন্য।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।