আমাদের কথা খুঁজে নিন

   

“ছারপোকা তুই গদি ছাড়... গদি কি তোর বাপ দাদার?”

এই ব্লগের যাবতীয় কর্মকান্ড জুনায়েদ খানের অনুর্বর মস্তিষ্কের অহেতুক পাগলামি ! বৈ কিছু নয়।

তোকে বড় বিশ্বাস করে আমার বিছানায় থাকতে দিয়েছিলাম! কিন্তু তুই সে বিশ্বাসকে নিঃশ্বাসে উড়িয়ে দিয়েছিস। রাতের অন্ধকারে চুপিচুপি আমার রক্ত খেয়েছিস। আমার ঘুম হারাম করেছিস! কুট্টুস করে আমার গায়ে কামর দিয়েছিস! আমার রক্তে তোর পেট ফুলে কলাগাছ হয়েছে! আর আমি? না জেনে তোর ডিমে দিনের পর দিন তা দিয়েছি! আমার নিরাপরাধ মশারী এবং বালিশকে দোতলা থেকে ফেলে দিয়েছি। ভেবেছিলাম ন্যুনতম সম্মানবোধ থাকলে তুই আর ফিরে আসবি না! ছারপোকা, তুই এত ছ্যাঁচড়া ক্যারে? আমার গদির উপর তোর এত লুভ ক্যারে?? আমি অহন কি করাম? কিতা করবাম আমি???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।