আমাদের কথা খুঁজে নিন

   

রাত আমাকে কানে কানে বললো :

রাত আমাকে কানে কানে বললো : বললো , এই যে জ্যোৎস্নাপ্লাবিতরাত, ধবধবে সাদা আলোর ভীড়ে আমি সাদাপরি সেজেছি, তুমি তোমার প্রেয়সীকে ডাকো তার সাথে নিবিড় হও, আমি তোমাকে আবেশ দেবো, পুলক দেবো,তোমাকে ফুলের গন্ধ দেবো, তোমাকে মাতাল করে দেবো আজ ; আমি রাতের কথা শুনে নিঃশব্দে প্রেয়সীকে ডাকতে গেলাম দেখি জ্যোৎস্নার আলো ঠিকরে পড়েছে চুলের বিন্যাসে নরম আলো গুলি ঢেউ খেলে যাচেছ ওর কুচযুগে কাস্তের মতো চোখের ভ্রুদ্বয় কী সুন্দর নির্মিলিত, কী অপরূপ রূপে ঘুমের ঘোরে হারিয়ে গেছে আমার অনুপমা রাতকে বললাম, তোমার পুলক,আর মাতাল মদিরতা আমি চাইনা আমার প্রেয়সী দেখো শাশ্বত শান্তির দেশে হারিয়ে গেছে দেখে দেখেই সুরার মত্ততায় স্বর্গের স্বাদ আমার তুমি শুধু আমাকে প্রেয়সীকে দেখতে দাও, তুমি শুধু আলো দাও, আমি আর কিছু চাইনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।