আমাদের কথা খুঁজে নিন

   

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাদেক বাচ্চু

জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ইউনাইটেড হাসপাতালে। গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইসলামী ব্যাংক হসপিটাল, তারপর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনিত ঘটলে শনিবার রাতে তাকে ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়। সাদেক বাচ্চুর শ্যালক মাজহারুল ইসলাম শ্যামল জানান, বাচ্চুর শারীরিক অবস্থা আশংকাজনক।

ডাক্তার মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সাদেক বাচ্চুর পরিবার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সাদেক বাচ্চু গত সপ্তাহে 'স্বপ্ন যে তুই ' ছবির শুটিং করছিলেন। এসময় সাংবাদিকদের তিনি বলেন, 'এখন ছবিতে খুব বেশি কাজ করা হয় না। কারণ ছবির গল্প এবং সিনিয়র শিল্পীদের চরিত্র নিয়ে নির্মাতারা চিন্তা করে না।

১৯৭৭/৭৮ সালে তিনি বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। বিটিভিতে তার প্রথম অভিনীত নাটক আব্দুলাহ ইউসুফ ইমাম প্রযোজিত পরিচালিত 'প্রথম অঙ্গীকার'। শহীদুল আমিন পরিচালিত 'রামের সুমতি' ছবিতে তার প্রথম অভিনয়। এরপর এহতেশামের 'চাঁদনী' ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচনায় চলে আসেন। এ পর্যনত্দ প্রায় ৩৫০টি ছবিতে তিনি অভিনয় করেছেন।

১৯৯২ সালে 'সোনিয়া' ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন প্রযোজক-পরিবেশক সমিতির শ্রেষ্ঠ পাশর্্ব চরিত্রের অভিনয়ের পুরস্কার।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।